বুরুসিয়া ডর্টমুন্ডের সাথে হাত মেলাল হায়দ্রাবাদ এফসি

0
37

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

খুশির খবর ভারতীয় ফুটবলের জন্য। আইএসএলের দল হায়দ্রাবাদ এফসি জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের সাথে দুই বছরের চুক্তি সই করলো। বরুসিয়া ডর্টমুন্ডের হায়দ্রাবাদ এফসিকে পরিকাঠামো ও কোচিং শিক্ষা তৈরিতে সাহায্য করবে। ভবিষ্যতের দিকে তাকিয়েই এই পরিকল্পনা হায়দ্রাবাদ দলের।

BVB | newsfront.co
সংবাদ চিত্র

বরুসিয়া ডর্টমুন্ডের ম্যানেজিং ডিরেক্টর কার্স্টেন ক্রামার বলেছেন, “ কঠিন সময়ে হওয়া এই বন্ধন দেখায় যে খেলা, বিশেষত ফুটবল সব পারে। এই অংশীদারিত্ব ভারতে আমাদের প্রথম পদক্ষেপ। আশা করি স্মৃতি সুখের হবে।

HYD BVB | newsfront.co
সংবাদ চিত্র

আরও পড়ুনঃ আইরিশ ফুটবলারকে আরও এক মরসুম রাখল এটিকে-মোহন বাগান

কোনও দলকে মাঠে সফল হওয়ার জন্য স্বল্পমেয়াদী সাফল্যের পেছনে না ছুটে সঠিক দীর্ঘ মেয়াদি পরিকল্পনা মাফিক এগোনো উচিত, আমারও তাই করবো। আমরা হায়দ্রাবাদ এফসিকে ভারতীয় ফুটবলে সুপার পাওয়ার হিসেবে দেখতে চাই। আমরা ওদের সব রকম সাহায্য করবো. ভারতীয় ফুটবলের উন্নতি আমরা চাই। ‘

ভবিষ্যতে হায়দ্রাবাদ দলের শিবির জার্মানিতে হবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত কিছু দিন আগে আইএসএলের মুম্বই সিটি এফ সি ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে হাত মেলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here