ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
হায়দ্রাবাদ গণধর্ষন ও পুড়িয়ে হত্যা মামলায় অভিযুক্ত চারজনকেই এনকাউনটারে খতম করল হায়দ্রাবাদ পুলিশ।
মৃত অভিযুক্তরা হল, মহম্মদ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) ও চিন্তাকুন্টু চেন্নাকেসাভুলু (২০)৷ এদেন ৩০ নভেম্বর গ্রেফতার করেছিল পুলিশ৷ এক মহিলা চিকিত্সককে ধর্ষণ করে খুন করে দেহ জ্বালিয়ে দেয় এরা ৷ পুলিশের কাছে নিজেদের দোষ কবুল করে ৪ জনেই ৷ চেরাপল্লি সেন্ট্রাল জেলে ৪ জন বিচারাধীন বন্দি ছিল ৷
Father of the woman veterinarian on all 4 accused killed in police encounter: It has been 10 days to the day my daughter died. I express my gratitude towards the police & govt for this. My daughter’s soul must be at peace now. #Telangana pic.twitter.com/aJgUDQO1po
— ANI (@ANI) December 6, 2019
গত ২৮ নভেম্বর হায়দরাবাদে এক মহিলা চিকিত্সকের দগ্ধ দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশের কাছে দোষ স্বীকার করে ৪ জনই ৷
হায়দরাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, পুলিশ হেফাজত থেকে পালাতে যাচ্ছিল ৪ জন ৷ ভোর সাড়ে ৩টেয় ঘটনার পুনর্নির্মাণের জন্য, ৪৪ নম্বর জাতীয় সড়করে কাছে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে ৷
গণধর্ষিত হওয়ার আগে শেষবার ফোনটা তাঁকেই করেছিলেন তরুণী চিকিত্সক. বলেছিলেন, ‘আমার ভয় করছে৷ এই লোকগুলোকে সুবিধের মনে হচ্ছে না৷’ দিদির কথা শুনে বোন বলেছিলেন, ‘তুই একটা ক্যাব নিয়ে নে৷’ তারপর আর দিদিকে ফোনে পাননি৷ পরে দগ্ধদেহ উদ্ধার হয় দিদির৷
Hyderabad: Heavy police presence at the spot where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter earlier today. #Telangana pic.twitter.com/tpIzyBgxdZ
— ANI (@ANI) December 6, 2019
আরও পড়ুনঃ পুলিশ এনকাউন্টারে মৃত্যু হায়দ্রাবাদ গণধর্ষণে অভিযুক্ত চারজনের
আজ ভোরে দিদির ধর্ষকদের এনকাউন্টারে মৃত্যুর খবর পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত বোন৷ বললেন, ‘আমি খুব খুশি ওদের এনকাউন্টারে মৃত্যুর খবর পেয়ে৷ আমি পুলিশকে ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই৷ আমায় সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য৷ আমি গোটা দেশকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য৷’
#WATCH Hyderabad: Reaction of girl students when news of encounter of the accused in murder and rape of woman veterinarian broke out pic.twitter.com/z238VVDsiC
— ANI (@ANI) December 6, 2019
হায়দরাবাদ ধর্ষিতা তরুণীর বাবার কথায়, ‘তেলঙ্গানা সরকার ও পুলিশকে ধন্যবাদ৷ আমার মেয়ের আত্মা এ বার শান্তি পেল৷’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584