হুন্ডাই-উবারের মিলিত প্রয়াসে আসছে ‘উড়ন্ত ট্যাক্সি’

0
86

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

হুন্ডাই কোম্পানির সাথে হাত মিলিয়ে ‘উড়ন্ত ট্যাক্সি’ আনতে চলেছে উবার। হ্যাঁ। আকাশে উড়বে এই ট্যাক্সি, এমনটাই জানাচ্ছে সংস্থা। অনেকদিন ধরেই উবার, উড়ন্ত ট্যাক্সি লঞ্চ করার কথা ভাবছিল। এবার হুন্ডাই এগিয়ে এল উবারের স্বপ্নকে সফল করার জন্য।

hyundai manufacture flying car with partnership of uber | newsfront.co
যাত্রীদের জন্য বসার আসন। চিত্র সৌজন্যঃ এনডিটিভি

জাতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, সিইএস-২০২০ ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্টটি সামনে এসেছে। সংস্থাটি জানিয়েছে, এটি একটি এস-ওয়ান এয়্যারক্রাফট কনসেপ্ট।

hyundai manufacture flying car with partnership of uber | newsfront.co
উড়ন্ত ট্যাক্সির প্রাথমিক ডিজাইন। চিত্র সৌজন্যঃ এনডিটিভি

আরও পড়ুনঃ আসছে স্মার্টফোনে তৈরি ‘চরৈবেতি’

বলা বাহুল্য, এই উড়ন্ত ট্যাক্সি চালু হলে বিভিন্ন শহরে আকাশপথে দ্রুত চলাফেরা করা যাবে। নতুন এই উড়ন্ত ট্যাক্সির টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ করবে উবার এবং হুন্ডাই।

ওই গণমাধ্যম সূত্রে জানা যায়, নাসা প্রথম এই প্রযুক্তি সামনে এনেছিল। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৯০ কিমি গতিবেগে ছুটতে পারবে এই উড়ন্ত ট্যাক্সি।

মাটি থেকে ১০০০-২০০০ ফুট উপরে উড়বে এই আকাশযান। কোম্পানি জানিয়েছে, টানা ১০০ কিমি পর্যন্ত উড়তে পারবে এই ট্যাক্সি। সম্পূর্ণ ইলেকট্রিকে চলা এই যান পাঁচ থেকে সাত মিনিট চার্জ করলে আবার আকাশে পাড়ি দিতে পারবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here