বেসরকারি স্কুলগুলির ফি সমস্যায় আমাকে চুপ থাকতে বলা হয়েছে, ফের বিস্ফোরক সাধন

0
96

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বেসরকারি স্কুলে টিউশন ফি ছাড়া অন্য ফি মকুবের দাবিতে বেশ কিছুদিন ধরেই উত্তাল হচ্ছে শহর কলকাতা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর পাশাপাশি রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডেকেও চিঠি দিয়েছিলেন অভিভাবকদের একটি ফোরাম।

Sadhan Pande | newsfront.co
ফাইল চিত্র

সেই চিঠি পেয়ে শিক্ষা দফতরের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন মন্ত্রী সাধন পান্ডে। কিন্তু সম্প্রতি কোনও মিটিং না হওয়ায় প্রশ্ন করা হয় ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে। আর তারপরেই বিস্ফোরক জবাব দিয়ে সাধন পাণ্ডের উত্তর, “আমাকে এ ব্যাপারে চুপ করে থাকতে বলা হয়েছে।”

কিন্তু কে তাকে চুপ করে থাকতে বলেছে, কেন চুপ থাকতে বলা হয়েছে সেই প্রশ্নের উত্তর তিনি সযত্নে এড়িয়ে গিয়েছেন। প্রসঙ্গত, লকডাউনের মধ্যে স্কুল বন্ধ থাকায় টিউশন ফি ছাড়া অন্য ফি মকুবের দাবিতে শহরের বিভিন্ন বেসরকারি স্কুলের সামনে অনেকদিন ধরেই অভিভাবকেরা বিক্ষোভ দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ লজ্জা থাকলে ক্ষমা চান! মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীরের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তাঁরা চিঠিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই স্কুল কর্তৃপক্ষের কাছে ফি না বাড়ানোর আর্জি জানিয়েছেন। কিন্তু তাতেও পুরোপুরি কাজ হয়নি। উল্টে কিছু স্কুল সময়ের মধ্যে ফি জমা না দিলে জরিমানার নির্দেশ দিয়েছে। রাজ্যের শিক্ষা দফতরকেই কিভাবে বেসরকারি স্কুলগুলি ব্যবসার খাতিরে অমান্য করতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এরপরেই লকডাউনে স্কুলের অনলাইন টিউশন ছাড়া অন্য পরিষেবা না পেয়ে কেন অন্য ফি দিতে হবে, তা নিয়ে সম্প্রতি অভিভাবকদের একটি সংগঠন ‘ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন’-এর তরফে এব্যাপারে ক্রেতা সুরক্ষা দফতরকে চিঠি দেওয়া হয়।

আরও পড়ুনঃ ফিরহাদের বিধায়কপদ খারিজ নয় কেন? মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের

স্কুল ফি নিয়ে রাজ্যের অভিভাবক ফোরামের চিঠির উত্তরে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে জানান,”শিক্ষা দফতরের সঙ্গে এই ইস্যুতে আলোচনা করছে ক্রেতা সুরক্ষা দফতর। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের কাছে আবেদন জানাতে বলা হয়েছে বিভিন্ন অভিভাবক ফোরামকে।” কিন্তু এর মধ্যেই আচমকা তাকে চুপ থাকার নির্দেশ গোটা বিষয়টির মধ্যেই জল্পনা উসকে দিল বলে মত রাজনৈতিক মহলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here