রিজিজুর আশ্বাসের পরে নভেম্বরে লীগ করতে আশাবাদী জয়দীপ

0
35

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

পরিকল্পনা ছিল, শুধু সংশয় ছিল সরকারি ছাড়পত্রর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর ঘোষনায় সেটাও খানিকটা পূরণ হল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএর। ফলে নভেম্বর মাসেই কলকাতা লিগ শুরু করতে কোনো বাধা রইল না।

Press conference | newsfront.co
ফাইল চিত্র

এদিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর -অক্টোবর মাসে বেশিরভাগ খেলাধূলা শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে। এই করোনা দাপটে মানুষ চিন্তিত। খেলাধূলায় ব‍্যস্ত থাকলে মানসিক ভাবে অনেকটাই ভাল জায়গায় থাকবে। কিছু গাইড লাইন থাকবে। সমস্ত রাজ‍্যের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে কথা বলে এগোতে হবে। নির্দিষ্ট গাইড লাইন লাইন মেনে খেলা শুরু করার কথাও ভাবছে সরকার।”

Kiren rijiju | newsfront.co
কিরেন রিজিজু, ফাইল চিত্র

কিরেন রিজিজুর এই ঘোষনার পর আত্মবিশ্বাস বেড়ে গেলো আইএফএ সচিব জয়দীপ মূখোপাধ্যায়ের। তিনি নিউজফ্রন্ট কে বলেন, ‘আমরা তো নভেম্বর মাসেই লীগের জন্য তৈরী হচ্ছি। আমরা কখনই চাইনা করোনার মধ‍্যে ফুটবল শুরু করে ফুটবলারদের বিপদ বাড়াতে। সব কিছু ভেবেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। ক্রীড়ামন্ত্রীর ঘোষনায় অনেক সুবিধা হল।

আরও পড়ুনঃ ২০১৪ ইংল্যান্ড সফর আমাকে শিক্ষা দিয়েছিলঃ বিরাট

এছাড়া রাজ্য সরকার আমাদের সাহায্য করছে। নভেম্বর মাসে লীগ করতে পারলে ভাল। যে আইএফএ ডার্বি করতে পারে তারা আই লীগ- কলকাতা লীগ ও একসঙ্গে করতে পারবে। কলকাতাতে আই লীগ হচ্ছে এর থেকে ভালো বিজ্ঞাপন বাংলা ফুটবলের জন্য কিছু হতে পারে না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here