সরকারিভাবে আই লিগ চ্যাম্পিয়ান মোহনবাগান

0
52

প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ

Mohonbagan | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

মোহনবাগানের চ্যাম্পিয়ানশিপে নিশ্চিত সিলমোহর দিল ফেডারেশন কার্যকারী কমিটি। যদিও গত ১৮ এপ্রিল লিগ কমিটি মোহনবাগানকে চ্যাম্পিয়ান করার সুপারিশ করেছিল। এবার তাতে সিলমোহর দেওয়া হলো।

Mohonbagan | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

সরকারিভাবে চ্যাম্পিয়ান ঘোষিত হলো মোহনবাগান। ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, এই বছর কোন দলের কোন অবস্থানের পরির্বতন হচ্ছেনা। দ্বিতীয় ডিভিশনের লিগ যেহেতু হলনা, তাই আগামী মরসুম শুরুর আগে একটি যোগ্যতা অর্জন টুর্নামেন্ট করতে চায় ফেডারেশন। এদিকে, ফেডারেশনের এই সিদ্ধান্তের পরে নিজেদের ওয়েবসাইটে ইস্টবেঙ্গল ক্লাব ও কোয়েস্ট কর্তাদের উদ্দেশ্যে কটাক্ষ করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে।

Mohonbagan | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

লিগ কমিটির সিদ্ধান্তের পরেই ইস্টবেঙ্গলের নাম না করেই আই লিগের বাকি আটটা দলকে স্পোর্টসম্যান স্পিরিট দেখানোর জন্য ধন্যবাদ জানানো হয়েছিল। এবার আর ঘুরিয়ে নয়, লাল-হলুদ দলকে সরাসরি আক্রমন করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনা প্রকোপে প্রশ্নের মুখে বিদেশী ফুটবলারদের ভবিষ্যৎ

Mohonbagan | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

করোনা সচেতনতা নিয়ে রাজ্যের সঙ্গে কলকাতা কর্পোরেশন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবকের পাশাপাশি মোহনবাগান ক্লাবের বিভিন্ন স্তরের কর্মী, যাঁরা মাঠের বাইরে থেকে খেলাকে সাহায্য করেন, তাদেরও ধন্যবাদ দেওয়া হয়েছে।

Football | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এই মরশুমে ডার্বি বাদে বাকি সব ম্যাচ কল্যানী স্টেডিয়ামে খেলা হলেও বাগানের সব ম্যাচে মিলিয়ে মোট প্রায় দু’লক্ষ দর্শক উপস্থিত ছিলেন বলে বাগানের ওয়েবসাইটে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here