অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
খুশির খবর নতুন বছরের শুরুতে ফের কলকাতায় শুরু হচ্ছে ফুটবল। আইএসএলের মাঝেই আই লীগ হচ্ছে। প্রকাশিত হল আই লীগের সূচি। আগামী বছর ৯ জানুয়ারি যুবভারতীতে সুদেভা দিল্লি এফসি বনাম মহামেডান উদ্বোধনী ম্যাচ। মহামেডান অনেক দিন পর লীগে আসছে আর সুদেভা এই প্রথমবার আই লিগে খেলছে।
করোনার জেরে এবার ভারতের এক নম্বর লীগ আইএসএল আয়োজিত হচ্ছে গোয়াতে। দ্বিতীয় ডিভিশন আই লীগ দিয়ে শুরু কলকাতাতে শুরু হয়েছিল ফুটবল।
৯ জানুয়ারি মহামেডান ও সুদেভা ম্যাচ ছাড়াও রয়েছে তিনটি ম্যাচ। ওইদিনই বিকেল চারটেয় পাঞ্জাব এফি ও আইজল এফসি মুখোমুখি হবে কল্যাণীতে। আর সন্ধে ৭টায় একই মাঠে গোকুলামের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সিটি এফসি।
আরও পড়ুনঃ গতবারের থেকে চল্লিশ শতাংশও ফুটবল খেলছি নাঃ হাবাস
নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না। করোনা কালে বায়ো বাবলের মধ্যেই থাকতে হবে ফুটবলার ও অফিসিয়ালদের। সেই কারণেই এবার মোট তিনটি ভেন্যুতে হবে লীগ। যুবভারতীও কল্যাণীর পাশাপাশি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেও ম্যাচের আয়োজন করা হচ্ছে। আপাতত প্রথম দশটি রাউন্ডের সূচি ঘোষিত হয়েছে ২৮ ফেব্রুয়ারী অবধি। ডি-স্পোর্টস ছাড়াও সোশ্যাল নেটওয়ার্কে ম্যাচ দেখা যাবে।
আরও পড়ুনঃ কলকাতা বা কেরালায় হতে পারে মারাদোনা মিউজিয়াম, বসতে পারে মূর্তি
আই লীগ সিইও সুনন্দ ধর বলেন, “প্রথমবার অন্যরকম একটা আই লীগের অভিজ্ঞতা হতে চলেছে কলকাতা ফুটবলের মক্কা আশা করি ভালো হবে টুর্নামেন্টটা।“ আইএফসচিব জয়দ্বীপ মুখোপাধ্যায় জানান, “আইএফএ দ্বিতীয় ডিভিশন আই লীগ মহামারির সময়ে করে নিজেদের যোগ্যতা প্রমান করে দিয়েছে। এবার ও আইএফএ ভালো ভাবে টুর্নামেন্ট করবে ফেডারেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584