করোনাকে হারিয়ে আই লিগ জয়ের উৎসবে মোহনবাগান

0
82

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

উৎসবের আগেই উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো আসতে আর দিন চারেক বাকি থাকলেও মোহনবাগান সমর্থকদের কাছে যেন রবিবাসরীয় সকালই অকাল আনন্দের হোলিতে রূপ নিল। সেই ছোঁয়াতে কলকাতার রঙ সবুজ-মেরুন। সেই গত মার্চ মাসে আই লিগ জেতে মোহনবাগান।

Mohunbagan Rally | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

এরপরই অতিমারি করোনা চলে আসে শুরু হয় লকডাউন। সাত মাস পরে সেই ট্রফি এল মোহনবাগান তাঁবুতে। সাত মাসের অপেক্ষার বাঁধ ভেঙে গেল। ক্লাব কর্তারা থেকে ক্লাব সমর্থকরা সবাই উৎসবে মাতোয়ারা। বাইরে একের পর এক গাড়ি, বাইক এসে হোটেলের সামনে ভিড় করে।

ATK Mohunbagan | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

সমর্থকরা করোনা বিধি ভুলে আনন্দে চিৎকার ক্লাবের স্লোগানে গগনচুম্বি জয়ধ্বনি নাচ, গানে মেতে ওঠেন। আর যুবভারতী সামনে বেসরকারি পাঁচতারা হোটেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আই লিগের সিইও সুনন্দ ধরের উপস্থিতিতে ক্লাব কর্তাদের হাতে আই লিগ ট্রফি তুলে দেওয়া হল।

Trophy ceremony | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি স্বপনসাধন বসু(টুটু), সচিব সৃঞ্জয় বসু, অর্থ সচিব দেবাশিস দত্ত। ছিলেন প্রয়াত সচিব অঞ্জন মিত্রর কন্যা সোহিনী ও জামাতা কল্যাণ চৌবেও। জুম কলে হাজির ছিলেন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা ও তাঁর দলের কয়েকজন ফুটবলার।

Rally | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আরও পড়ুনঃ ডার্বি দিয়ে শুরু হতে পারে আইএসএল

কিবু জানান, ‘মোহনবাগান ক্লাবের ভালোবাসা কখনও ভুলবো না ওরা সব সময় আমার হৃদয়তে থাকবে।’ আই লিগের সিইও সুনন্দ ধর বলেন, ‘ওদের অভিনন্দন। আইএসএলের জন্য ওদের ছাড়া আই লিগ করা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। ওরা গত আই লিগে যে ফুটবলটা খেলেছে সেটা অতীতে কোনো দল খেলতে পারে নি।’

Mohunbagan Rally | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি চূড়ান্ত

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা শুভেচ্ছা বার্তা পাঠান। অরূপ বিশ্বাস বলেন, ‘আমি চাইবো যে ভাবে ভারত সেরা হয়েছে ক্লাব সেভাবে এশিয়া সেরা ও বিশ্বসেরা হোক মোহনবাগান। ওরা কেবল ট্রফি জেতেনি সবার মন জিতেছে। ভারতীয় ফুটবলকে ইংরেজদের হারিয়ে যদিও কেউ প্রতিষ্ঠা করে বিশ্বের কাছে সেটা হল মোহনবাগান।’

I League trophy | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

ক্লাব সভাপতি টুটু বসু তার প্ৰিয় বন্ধু অঞ্জন মিত্রকে স্মরণ করে বলেন, ‘অঞ্জন চাইতো ক্লাবে কোনো দলাদলি যাতে না থাকে সবাই একসঙ্গে কাজ করে আমরা সেটা করেছি বলেই এই সাফল্য।’

ATK Mohunbagan | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

অনুষ্ঠান শেষে ট্রফি নিয়ে হুড খোলা গাড়িতে শুরু হয় বিশাল শোভাযাত্রা। ইএম বাইপাস-বেঙ্গল ক্যামিকেল-উল্টোডাঙ্গা-অরবিন্দ সেতু- খান্না- ফরিয়াপুকুর- শ্যামবাজার- হাতিবাগান- হেঁদুয়া- গিরিশ পার্ক- সেন্ট্রাল অ্যাভিনিউ- ধর্মতলা হয়ে মোহনবাগান সমর্থকদের শোভাযাত্রা শেষ হয় ক্লাব তাঁবুতে। শহরের চারটি জায়গা থেকে সবুজ-মেরুন বেলুন ওড়ানো হয়। ক্লাবে পতাকা উত্তোলন করে ট্রফি রাখা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here