সোশ্যাল মিডিয়ায় তাবলীগ সদস্যদের প্লাজমা দানের প্রশংসা, শোকজ আইএএস অফিসারকে

0
257

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

“শুধুমাত্র দিল্লিতেই ৩০০ এর বেশি তাবলীগ হিরো দেশের জন্য প্লাজমা দান করেছেন।এসম্বন্ধে? #গোদিমিডিয়া? তারা কখনোই এই হিরোদের মানবিক কাজ দেখাবে না”- গত ২৭শে এপ্রিল কর্নাটকের আইএএস অফিসার মহম্মদ মহসিন সংবাদমাধ্যমের এক লিঙ্ক সহ এই টুইট করার পর তাঁকে শোকজ নোটিশ ধরানো হয়।

সংবাদমাধ্যম দ্যা নিউজ মিনিট সূত্রে জানা গেছে যে সরকার তাঁর কাছে পাঁচ দিনের মধ্যে লিখিতভাবে ‘অল ইন্ডিয়া সার্ভিস(কন্ডাক্ট) রুলস ১৯৬৮’এর নিরিখে তাঁর টুইটের ব্যাখ্যা চেয়েছে। যদি তিনি পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা না দিতে পারেন তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শোকজে বিশেষ করে ‘গোদি মিডিয়া’ শব্দটির উপর জোর দিয়ে এরকম টুইটের কারণ জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে তাঁর টুইটটি মুছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:কৃষি নিয়ে বৈঠকে মোদি

তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি সপাটে জবাব দেন খুব শীঘ্রই তিনি শোকজের জবাব দেবেন।

উল্লেখ্য,গত লোকসভা ভোটের আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকাপটার পরীক্ষা করার নির্দেশ দিয়ে সাসপেন্ড হন।তাঁকে ভারতের নির্বাচন কমিশন সেবারের  নির্বাচন ডিউটি থেকে বিরত রাখে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here