মাওবাদী নাশকতার আশঙ্কা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে আগামী ১৫ দিন হাইঅ্যালার্ট জঙ্গলমহলে

0
55

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফের মাওবাদী নাশকতার আশঙ্কা বাংলায়। জঙ্গলমহল এলাকায় জারি হল হাই অ্যালার্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, আগামী ১৫ দিন জঙ্গলমহলের যে কোনও জায়গায় হামলা চালাতে পারে মাওবাদীরা। তাই সতর্ক থাকার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সংস্থা সূত্রের রিপোর্ট হাতে আসার পরেই তৎপরতা জঙ্গল মহলের জেলাগুলিতে। আগামী ১৫ দিন জঙ্গল মহলের সব থানাগুলিকে অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে এমনটাই জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।maoist alert in jangle mahal

জঙ্গলমহলের অধীনে রয়েছে এরাজ্যের চার জেলার কিছু অংশ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশ। সম্প্রতি এই অঞ্চলগুলিতে ফের মাওবাদী সক্রিয়তা বাড়ছে। বেশ কিছু জায়গায় জায়গায় উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টার, ল্যান্ডমাইন। গত ৮ এপ্রিল রাজ্যজুড়ে বন্‌ধের ডাক দেয় মাওবাদীরা। এবং প্রায় ১১ বছর পরে বেশ কিছু এলাকায় মাওবাদীদের ডাকা বনধে বেশ ভাল সাড়া লক্ষ্য করা গিয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক বেড়েছে এলাকায়।

আরও পড়ুনঃ “নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য হিন্দি শেখার প্রয়োজন নেই,” ক্ষুব্ধ তামিলনাডুর বিজেপি প্রধান

প্রতি বছর স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এই ধরণের গোষ্ঠীর নাশকতা মূলক হামলার আশঙ্কা থাকে, সেই অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দা (IB)সংস্থার তরফে সতর্কবার্তাও থাকে। তবে বাংলা নববর্ষের সময়ে মাওবাদী নাশকতার কেন্দ্রীয় রিপোর্টে কিছুটা বিস্মিত জেলা পুলিশ প্রসাশন। আইবি-র রিপোর্ট হাতে আসা মাত্রই তৎপরতা বেড়েছে পুলিশ প্রশাসনে,  শুরু হয়েছে নাকা তল্লাশি। আগামী ১৫ দিন অত্যন্ত সতর্কতার সঙ্গে সব এলাকায় এভাবেই নজরদারি চালাবে পুলিশ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here