নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
জন্মদিনে মহেন্দ্র সিংহ ধোনির চল্লিশতম জন্মদিনে শুভেচ্ছা জানাল বিসিসিআই ও আইসিসি। আইসিসির টুইটে অধিনায়ক ধোনির সাফল্যের কথা লেখা হয়েছে। ২০০৭ সালের টি টোয়েন্টি, ২০১১-র ওয়ান ডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্তের উল্লেখ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
ধোনির অতি বিখ্যাত ছক্কাগুলো নিয়ে ৭০ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মিচেল স্টার্ককে মারা ছক্কা দিয়ে শেষ হচ্ছে ভিডিয়োটি।
🏆 2007 ICC Men's T20 World Cup
🏆 2011 ICC Men's Cricket World Cup
🏆 2013 ICC Champions TrophyHappy birthday to one of India's greatest captains of all time, MS Dhoni 🤩 pic.twitter.com/XWRlV63D36
— ICC (@ICC) July 7, 2020
সেখানে দেখা যাচ্ছে স্টার্কের ডেলিভারি গ্যালারিতে ফেলছেন ধোনি। আর বিরাট কোহালি অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ধোনির দিকে।
আরও পড়ুনঃ মহামেডানকে সাফল্য দিতে পারবোঃ কিং সে লে
One man, countless moments of joy! 🇮🇳🙌
Let’s celebrate @msdhoni's birthday by revisiting some of his monstrous sixes! 📽️💪#HappyBirthdayDhoni
— BCCI (@BCCI) July 6, 2020
এছাড়া ধোনির আই পি এল দল চেন্নাই সুপার কিংস ও ধোনিকে দুবার আইপিএল দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। বীরেন্দ্র সেহওয়াগ টুইটে তার স্বভাব সুলভ আকারে লিখেছেন কবিতা যার সারমর্ম, ‘মাহি আমার খুব কাছের’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584