নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কোনো জায়গা দখল নয়, কোনো দুর্নীতি নয়, এবার খোদ সরকারি প্রতিষ্ঠানে রাখা হয়েছে গাড়ি, মোটরসাইকেল, পাওয়ার টেলার সহ বিভিন্ন সামগ্রী যাতে নাম জড়িয়েছে তৃণমূল নেতার। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমগ্র এলাকাজুড়ে।

এমনই এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১ নম্বর ব্লকের খেলাড় অঞ্চলের রায়পুর-২, সংসহত শিশু বিকাশ কেন্দ্রে। যেখানে তৃণমূল নেতার জন্য রাখা হয়েছে মারুতি গাড়ি, তারই সাথে রাখা হয়েছে পাওয়ার টেলার, মোটরসাইকেল। কার্যত শিশু বিকাশ কেন্দ্রকে গ্যারেজে পরিণত করেছে খড়্গপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ দফতরের কর্মাধ্যক্ষ নবকুমার দাস, এমনটাই অভিযোগ বিজেপির।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় ব্রিটিশ আমলের মুদ্রা-অলঙ্কার উদ্ধার
বিজেপির অভিযোগ, বছর ৭ ও ৮ ধরে হয়ে আসছে এমন ধরনের কর্ম। বিজেপি নেতার দাবি, অবিলম্বে এগুলো বন্ধ করে পঠন পাঠন শুরু করা হোক। অন্যদিকে, নবকুমার দাস এমন কাজ করতে পারেন না কারণ উনি একজন ভাল তৃণমূল কর্মী এমনটা জানিয়ে বাহবা দিলেন খড়্গপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584