নিউজ ফ্রন্ট,ওয়েব ডেস্কঃ
আইসিআইসিআই ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হল ১ আগস্ট থেকে বেশ কিছু বদল আনা হচ্ছে ব্যাংকের নিয়মে।
◆ এটিএম এর পরিবর্তিত নিয়ম : আইসিআইসিআই ব্যাংক ছাড়া অন্য এটিএম থেকে মাসে ৩ বার বিনা খরচে টাকা তুলতে পারবেন গ্রাহকরা, তবে তা দেশের ৬টি মেট্রো শহরে অর্থাৎ মুম্বাই, নিউ দিল্লি, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে। দেশের অন্যত্র প্রথম ৫ বার টাকা তোলা যাবে নিখরচায়। এরপরের বার থেকে টাকা তুলতে গেলে প্রতিবার লাগবে ২০ টাকা এবং অন্য কারণে এটিএম ব্যবহার করলে যেমন পিন চেঞ্জ, ব্যালান্স এনকোয়ারী এসব ক্ষেত্রে লাগবে প্রতি বার ৮.৫০ টাকা করে। সিলভার, গোল্ড, ম্যাগনাম , টাইটেনিয়াম ও ওয়েলথ কার্ডের জন্য এই নিয়ম প্রযোজ্য।
◆ হোম ব্র্যাঞ্চে আর্থিক লেনদেন : প্রতি মাসে চারবার আর্থিক লেনদেন নিখরচায়, তারপরের প্রতিটি আর্থিক লেনদেনের খরচ ১৫০ টাকা করে।
◆ মাসিক আর্থিক লেনদেনের সীমা: হোম ব্র্যাঞ্চে গ্রাহক মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক লেনদেন করতে পারবেন বিনা খরচে। এরপরে প্রতি ১০০০ টাকায় গুণতে হবে ৫ টাকা অতিরিক্ত চার্জ। হোম ব্র্যাঞ্চ ছাড়া অন্য ব্র্যাঞ্চে গ্রাহকের আর্থিক লেনদেনের সীমা ২৫,০০০ টাকা। এর পরে প্রতি ১০০০টাকায় চার্জ লাগবে ৫টাকা করে।
◆ থার্ড পার্টি আর্থিক লেনদেনের সীমা : থার্ড পার্টি আর্থিক লেনদেনের ক্ষেত্রে দৈনিক শুধুমাত্র ২৫,০০০ টাকাই নগদ লেনদেন করা যাবে।
◆ সাধারণ গ্রাহক বা স্যালারি একাউন্ট : মাসে চারটি লেনদেন বিনা খরচে। তার পর থেকে ৫ টাকা প্রতি হাজার টাকায় অতিরিক্ত চার্জ লাগবে।
◆ চেক বই : ২৫ পাতার চেকবই গ্রাহক বিনামূল্যে পাবেন, এর পর থেকে প্রতিটি ১০ পাতার চেকবইয়ের জন্য দিতে হবে ২০ টাকা মূল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584