শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যে পাঠানো র্যাপিড টেস্ট কিটগুলি ত্রুটিপূর্ণ, এমন অভিযোগ আইসিএমআরকে আগেই জানিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর। তাদের সেই অভিযোগকে মান্যতা দিয়ে আগামী দু’দিন ওই টেস্ট কিটে পরীক্ষা করতে নিষেধাজ্ঞা জারি করল আইসিএমআর।
ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে ১০ হাজার র্যাপিড টেস্ট কিট। আর সেই কিট দিয়ে রাজ্যের রেড জোনগুলিতে পরীক্ষা শুরু হওয়ার কথা। সোমবার থেকে তা শুরুও হয়ে গিয়েছে। কিন্তু এরমধ্যেই ওই কিট আপাতত ২ দিন ব্যবহার না করার পরামর্শ দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর।
আইসিএমআর এর বিশেষজ্ঞ আর গঙ্গাখেড়কর মঙ্গলবার বলেন, ত্রুটিপূর্ণ কিট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের কিট এসেছে। ওই সব কিট পরীক্ষা করা হবে। তার পরে ব্যবহারের নির্দেশিকা দেওয়া হবে।
আইসিএমআর জানিয়েছে, প্রথমত বাংলা-সহ একাধিক রাজ্যের স্বাস্থ্যদপ্তর থেকে র্যাপিড টেস্ট কিট নিয়ে বিস্তর অভিযোগ আসছিল। এছাড়ার ত্রুটিপূর্ণ হওয়ায় পরীক্ষার ফলেও একাধিক জায়গায় হেরফের হচ্ছিল। সেই কারণে আরটি-পিসিআর টেস্টের জন্য ব্যবহৃত চিনা র্যাপিড কিটগুলি আপাতত দু’দিনের জন্য ব্যবহারে নিষেধ করা হল রাজ্যগুলিকে।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আইসিএমআর এর এপিডেমিওলজি ও কমিউনিকেবল ডিজিজের প্রধান রমন আর গঙ্গাখেড়কর জানিয়েছেন, “একটি রাজ্যে কম পরীক্ষার অভিযোগ পেয়েছিলাম আমরা। সেই মতো আরও তিনটি রাজ্যের সঙ্গে কথা বলে জানতে পারলাম, পরীক্ষার ফলে অনেক হেরফের পাওয়া গিয়েছে। সেইসঙ্গে নমুনার নির্ভুল পজিটিভ ফলাফল কোথাও ৬ শতাংশ আবার কোথাও ৭১ শতাংশ। যখন বেশি তারতম্য লক্ষ্য করা যায়, তখন বিষয়টি তদন্তসাপেক্ষ বলে মনে করছে আইসিএমআর।”
গঙ্গাখেড়কর আরও জানিয়েছেন, “মাত্র সাড়ে তিন মাস আগে এই রোগের সৃষ্টি। সুতরাং প্রযুক্তিগত দিক থেকে আরও নির্ভুল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।” তিনি জানান, আগামী দু’দিন আইসিএমআর এর ৮টি বিশেষজ্ঞ দল র্যাপিড টেস্ট কিট গুলির ফল যাচাই করতে বিভিন্ন জায়গায় ঘুরবে। যাচাই পর্বে পরীক্ষার ফলাফল নিয়ে নিশ্চিত হলে তবেই রাজ্যগুলিকে র্যাপিড টেস্টের কিট ব্যবহারের সঙ্কেত দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584