করোনা রোগীর সংস্পর্শে এলেও অনেক ক্ষেত্রেই আর পরীক্ষার প্রয়োজন নেই, নয়া নির্দেশিকা ICMR-এর

0
67

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সারা দেশে কোভিড সংক্রমণের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী তখনই এল করোনা পরীক্ষা সংক্রান্ত ICMR-এর পরিমার্জিত উপদেশাবলী। এতে বলা হয়েছে যে, যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসবেন, বয়স বা কোমর্বিডিটির ভিত্তিতে যদি দেখা যায় তাঁরা তেমন ঝুঁকিপূর্ণ না হন তাহলে আর করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই।

Covid test
প্রতীকী চিত্র

নতুন জারি করা নির্দেশিকায় কাদের ক্ষেত্রে করোনা পরীক্ষা করতে হবে আর কাদের করার প্রয়োজন নেই তা বিস্তারিত ভাবে বলা হয়েছে।

যাঁদের ক্ষেত্রে করোনা পরীক্ষা করা হবেঃ

  • যাঁদের শরীরে করোনার উপসর্গ (কাশি, জ্বর, গলা ব্যথা, স্বাদ অথবা গন্ধ চলে যাওয়া, শ্বাসকষ্ট অথবা শ্বাসকষ্টের অন্যান্য উপসর্গ) রয়েছে।
  • করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন এমন ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানুষ ( ষাটোর্ধ নাগরিক এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী ফুসফুস বা কিডনি রোগ, ম্যালিগন্যান্সি, ওবেসিটি ইত্যাদি কোমর্বিডিটি রয়েছে)।
  • বিদেশ ফেরত যাত্রীরা, যাঁরা এ দেশের বিমানবন্দর / সমুদ্রবন্দর/ বন্দরগুলিতে আসছেন।
  • যাঁরা বিদেশে যাচ্ছেন তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নির্দিষ্ট প্রয়োজনীয়তা অনুযায়ী।

হাসপাতালের ক্ষেত্রে কাদের করোনা পরীক্ষা করা হবেঃ

  • পরীক্ষার অভাবে অপারেশন, প্রসব সহ অন্যান্য ইমার্জেন্সি ক্ষেত্রে দেরি করা উচিত নয়।
  • পরীক্ষার অভাবের জন্য রোগীদের অন্যত্র রেফার করা উচিত নয়।
  • উপসর্গবিহীন রোগীদের অস্ত্রোপচার বা অন্যান্য গুরুতর ক্ষেত্রে করোনা পরীক্ষা করানোর দরকার নেই। প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতাল ভর্তি গর্ভবতীদের যদি কোনও উপসর্গ না থাকে তাহলে করোনা পরীক্ষার প্রয়োজন নেই।

যাদের করোনা পরীক্ষার করানোর প্রয়োজন নেইঃ

  • গোষ্ঠী পর্যায়ে যাঁদের শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
  • কোভিড আক্রান্তের সংস্পর্শে এসেছেন কিন্তু বয়স বা কোমর্বিডিটি জনিত যদি কোনও ঝুঁকি না থাকা ব্যক্তিদের করোনা পরীক্ষার দরকার নেই।
  • এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে পরীক্ষা করার প্রয়োজন নেই।
  • যেসব রোগীরা হোম আইসোলেশনের পর ছাড়া পেয়েছেন তাঁদেরও পরীক্ষার প্রয়োজন নেই।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here