নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে অধিক ক্ষতিগ্রস্ত গর্ভবতী ও প্রসবোত্তর মহিলারা, জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(ICMR)। প্রসবোত্তর ও গর্ভবতী মহিলাদের ওপর ভ্যাকসিনের ট্রায়াল করার সাহস দেখাননি বিশেষজ্ঞরা। সেই কারণেই দ্বিতীয় ঢেউয়ে বেশি প্রভাবিত তারাই, এমনটাই জানাচ্ছে আইসিএমআর।
আইসিএমআরের গবেষণায় বলা হয়েছে, গত বছরের তুলনায় এবছর করোনায় বেশি সংখ্যায় আক্রান্ত হয়েছেন গর্ভবতী ও প্রসবোত্তর মায়েরা। গতবারের তুলনায় বেশি মৃত্যুর হারও। আইসিএমআরের এই গবেষণায় মূলত করোনার প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউয়ে গর্ভবতী ও প্রসবোত্তর মায়েদের সংক্রমণ ও মৃত্যুহার নিয়ে তুলনা করা হয়েছে। সমীক্ষাটি করা হয়েছে ১,৫৩০ জন গর্ভবতী ও প্রসবোত্তর মহিলাদের ওপর। এদের মধ্যে প্রথম ঢেউয়ে আক্রান্ত ১,১৪৩ জন। দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন।
Comparative analysis of data collected from pregnant women and postpartum women during the first wave and the second wave of the COVID-19 pandemic @PregCovid registry India. @MOHFW_INDIA @DeptHealthRes @mygovindia @mygovMaha @COVIDNewsByMIB #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 pic.twitter.com/QfU2SvRazm
— ICMR (@ICMRDELHI) June 16, 2021
আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ২ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে দেশঃ আরবিআই রিপোর্ট
গবেষণায় জানা গিয়েছে, দ্বিতীয় ঢেউয়ে উপসর্গযুক্ত আক্রান্ত মহিলার হার ২৮.৭ শতাংশ। যা প্রথম ঢেউয়ের সময় ছিল ১৪.২ শতাংশ। দ্বিতীয় ঢেউয়ে গর্ভবতী ও প্রসবোত্তর মহিলাদের ক্ষেত্রে মৃত্যুর হার ৫.৭ শতাংশ। যেখানে প্রথম ঢেউয়ে ছিল খুবই কম, ০.৭ শতাংশ। এও বলা হয়েছে যে, দেশে অতিমারির দুটি ঢেউয়ে মোট মৃতের সংখ্যার ২ শতাংশই গর্ভবতী বা প্রসবোত্তর মহিলারা ছিলেন। আর এর মধ্যে অধিকাংশেরই মৃত্যু হয়েছে কোভিড নিউমোনিয়া ও হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে।
আরও পড়ুনঃ রাজ্যে ২৫০ বেডের ২ টি কোভিড হাসপাতাল তৈরি করবে DRDO, অর্থ বরাদ্দ পিএম কেয়ার্সের টাকায়
উল্লেখ্য, দেশে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে এখনও গর্ভবতী এবং স্তন্যদায়িনি মহিলাদের টিকাকরণে সম্মতি দেয়নি কেন্দ্র সরকার। তবে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কো-মর্ডিবিটি বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকা গর্ভবতী মহিলাদের করোনা ভ্যাকসিন দেওয়া যেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584