মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অনলাইন নয়, শেষমেশ অফলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বা সিআইএসসিই। দিন কয়েক আগেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল এই বোর্ড। তবে শুক্রবার সেই সিদ্ধান্ত বদলে আইএসসি এবং আইসিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অফলাইনে হওয়ার কথা জানালো সিআইএসসিই। স্কুলে গিয়েই দিতে হবে এই পরীক্ষা।
শুক্রবার সিআইএসসিইর তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে এ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে আইসিএসই-র প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ২৯ নভেম্বর থেকে। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, আইএসসি-র প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ২২ নভেম্বর থেকে। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
সিআইএসসিই-র প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে আইসিএসই, আইএসসি-র প্রথম সেমিস্টার এবার আর অফলাইনে নয়, এই পরীক্ষা দুটি হবে নিজের স্কুলে বসেই, অফলাইনে। দশম শ্রেণির পরীক্ষাগুলি শুরু হবে সকাল ১১টা থেকে এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে বেলা ২ টো থেকে। এই দুটি পরীক্ষাতেই প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের। কাউন্সিলের ব্যাখ্যা, বিদ্যুৎ সংযোগ এবং নেটওয়ার্ক সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে সিআইএসসিই।
আরও পড়ুনঃ ডিজিটাল ভারতে মোবাইল রিচার্জের ক্ষেত্রেও লাগবে ‘প্রসেসিং ফি’, চালু করল ফোনপে
উল্লেখ্য, এর আগে গত ১৯ অক্টোবর আচমকাই অনিবার্য কারণবশত স্থগিত করে দেওয়া হয়েছিল আইসিএসই, আইএসসি-র ২০২১-২২ সালের প্রথম সেমিস্টারের পরীক্ষা। ১৫ নভেম্বর থেকে বোর্ডের আইসিএসই ও আইএসসি পরীক্ষার প্রথম সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হঠাতই স্থগিত করে দেওয়া হয়েছিল। সেইসময় পরিবর্তিত পরীক্ষা সূচি পরে জানানো হবে বলে স্কুলগুলিকে চিঠিতে জানিয়েছিল কাউন্সিল।
আরও পড়ুনঃ অলাভজনক! বাংলা-বিহার-ঝাড়খন্ড রুটে ১৬টি ট্রেন স্থায়ীভাবে বাতিল করল ভারতীয় রেল
অবশেষে বহু আলোচনার পর শুক্রবার নতুন সিদ্ধান্ত নেয় সিআইএসসিই। বোর্ডের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, অফলাইনেই হবে আইসিএসই ও আইএসসি-র প্রথম সেমিস্টারের পরীক্ষা। এই দুটি পরীক্ষাই স্কুলে গিয়ে দিতে হবে পরীক্ষার্থীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584