নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফল প্রকাশিত হলো এবছরের আইসিএসই, আইএসসি পরীক্ষার ফল। আইসিএসই পরীক্ষায় পাসের হার ৯৯.৯৮ শতাংশ,আইএসসি পরীক্ষায় পাসের হার ৯৯.৭৬ শতাংশ। দশম ও দ্বাদশ শ্রেণীর ফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org তে দেখা যাবে।
দেশের করোনা পরিস্থিতির কারণে এবার বাতিল হয়ে যায় আইসিএসই ও আইএসসি পরীক্ষা। সিআইএসসিই সম্পাদক গ্যারি এরাথুন জানান এবছরও প্রকাশিত হচ্ছে নয় মেধা তালিকা। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিল করলেও আভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলল বেলুড় মঠ
যদি কোন পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হন সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট স্কুলে বিস্তারিত জানিয়ে অভিযোগ করতে হবে। এরপর অভিযোগ খতিয়ে দেখে বৈধ অভিযোগগুলি সিআইএসসিই- দপ্তরে ইমেলের মাধ্যমে পাঠাবে। অভিযোগ পাঠাতে হবে দশম শ্রেণীর জন্য asicse@cisce.org এই ইমেল আইডিতে, দ্বাদশ শ্রেণীর জন্য asisc@cisce.org এই ইমেল আইডি তে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা হতে চলেছে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
সিআইএসসিই বোর্ড জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার প্রধান বিষয়গুলির সিলেবাস বেশ কিছু টা কমিয়ে দেওয়া হয়েছে এবং বোর্ডের ওয়েবসাইটে এবিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584