২১ সেপ্টেম্বর থেকে খুলবে না পশ্চিমবঙ্গের আইসিএসই স্কুলগুলি

0
94

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক আগেই আইসিএসই স্কুলগুলি খোলার নির্দেশ দিয়েছিল। এবার তার সঙ্গে সমন্বয় রেখে ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিল আইসিএসসি স্কুলগুলির নিয়ামক সংস্থা সিআইএসসিই।

ICSE students | newsfront.co
প্রতীকী চিত্র

বুধবার সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে আংশিকভাবে স্কুল খুলতে হবে। স্কুলের প্রজেক্ট এবং প্র্যাক্টিক্যালের কাজ শেষ করার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। দূরত্ববিধি মেনে, পড়ুয়াদের বসানোর কথাও বলা হয়েছে।

আরও পড়ুনঃ ডিজিটাল সংবাদমাধ্যম নিয়ে সতর্ক হতে হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

তবে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে খোলা যাবে না স্কুল-কলেজ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তো কোনোমতেই খুলবে না স্কুল-কলেজ। তাই এ রাজ্যে স্কুল খোলার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন অধ্যক্ষরা। সিআইএসসিইর বিজ্ঞপ্তিতেও রাজ্যের আদেশ অনুযায়ীই চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here