তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মা দুর্গার কৈলাস গমনের সাথে সাথেই বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী প্রতিমা তৈরিতে চূড়ান্ত ব্যস্ত এই মুহূর্তে মৃৎশিল্পীরা।
বিগত কয়েকদিন থেকে মৌসুমী বায়ুর প্রভাবে নিম্নচাপে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে তাই প্রতিমা তৈরিতে তারা হিমশিম খাচ্ছেন।
মুর্শিদাবাদের মৃৎশিল্পীরা জানাচ্ছেন, দুর্গাপুজোর পর মাত্র হাতে গোনা তিন থেকে চারদিন সময় পান তারা লক্ষ্মী প্রতিমা তৈরীর জন্য এবং চাহিদাও থাকে অনেক বেশি তাই তাদেরকে দিবারাত্রি পরিশ্রম করে প্রতিমা তৈরীর কাজ করতে হয়।
আরও পড়ুনঃ সাগরদিঘিতে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ফল ও সবজির বাজার ঊর্ধ্বমুখী
প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয় তাই প্রতিমার চাহিদাও থাকে প্রচুর বেশি। অনেক ক্রেতা ভিড় জমিয়েছেন লক্ষ্মী প্রতিমার খোঁজে মৃৎশিল্পীদের কারখানায়। তারা জানাচ্ছেন, প্রত্যেক জায়গাতেই তাদের চাহিদা অনুযায়ী প্রতিমা মিলছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584