নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সম্প্রতি দেশ জুড়ে সিএএ-এনআরসি-র প্রতিবাদের নামে সরকারি সম্পত্তির ক্ষতি, ভাঙচুর, আগুন জ্বালানো ও অন্যান্য ‘ভ্যান্ডালিজম’-র যে চরম স্বরূপ দেশবাসী দেখেছে তা সত্যিই নিন্দনীয়।
কিন্তু এর সমাধানের জেরে আরও ভয়ঙ্কর এক নির্দেশ দিলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। রেলের সম্পত্তি নষ্ট করতে এলে ঘটনাস্থলেই গুলি করার নির্দেশ দিয়েছেন তিনি।
একটি জাতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, মন্ত্রী সুরেশ অঙ্গাদি বলেছেন, ‘আমি জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, কেউ রেলের সম্পত্তি নষ্ট করতে এলেই গুলি চালান। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই আমি এই নির্দেশ দিয়েছি।’
আরও পড়ুনঃ বিহারের পূর্ণিয়ায় কানহাইয়ার ‘আজাদীর’ স্লোগানে ঠোঁট মেলাল অগণিত জনগণ
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভ চলছে। অসম, ত্রিপুরা-সহ গোটা উত্তর-পূর্ব অশান্ত। এ রাজ্যেও বিক্ষোভে আগুন জ্বলেছে।
নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদে ট্রেনে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে একাধিক ট্রেন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধে হেনস্থা হয়েছেন সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে বিক্ষোভ কমাতে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির এই নির্দেশ, বিতর্কে অন্য মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ মালদহে গ্রেপ্তার কোচবিহারে সাংসদ নিশীথ প্রামানিক
রেল প্রতিমন্ত্রী আরও জানান, ‘বহু বছর ধরে তিলে তিলে সরকার সম্পত্তি তৈরি করে। পরিষেবা ভাল করা হয় দেশবাসীর সুবিধায়। তার ক্ষতি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
দেশবাসীর করের টাকা কোনও ভাবেই ধ্বংস করা যাবে না।’ এ প্রসঙ্গে সর্দার বল্লবভাই প্যাটেলের উদাহরণ তুলে ধরেন তিনি। তাঁর মতে, ‘সরকারি সম্পত্তি নষ্ট করা হলে প্রশানের কড়া হাতে তা মোকাবিলা করা উচিত।’ এ দিনের অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বক্তব্য পেশ করেন সুরেশ অঙ্গাদি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584