বিজেপি ক্ষমতায় এলে সরকার চালাবেন তিনি এবং দিলীপ ঘোষ, দাবি শুভেন্দু অধিকারীর

0
90

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

এখনো বাকি সাত দফা নির্বাচন, তার মধ্যেই শুভেন্দু অধিকারীর দাবি বিজেপি ক্ষমতায় এলে সরকার চালাবেন তিনি ও দিলীপ ঘোষ। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি খড়গপুর সদরের উপনির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, ‘‌এখানকার উপনির্বাচনে প্রদীপ সরকারের জয় একটি দুর্ঘটনা। ওটা ভুলে যান। কারণ শুভেন্দু অধিকারী না থাকলে ওই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে পারত না।’‌

Suvendu Adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী, ফাইল চিত্র

এরপরই সোমবার শুভেন্দু বলেন, ‘‌বাংলায় এবার বিজেপি সরকার আসছেই। আর সরকার চালাব আমি আর দিলীপ ঘোষ।’‌ এর আগেও অবশ্য বালুমাটির শুভেন্দু আর লালমাটির দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করবে বলে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি। কিন্তু এবারে সরকার চালানোর দাবি উঠে এলো তাঁর বক্তব্যে। প্রশ্ন উঠছে মুকুল রায়কে ছাড়িয়ে কি ক্ষমতার দৌড়ে এগিয়ে যাবেন শুভেন্দু!

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর উর্দি পরিয়ে বাইরের লোক ঢোকানোর ছক বিজেপি-র, নন্দীগ্রামে অভিযোগ মমতার

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, ‘‌শুভেন্দু অধিকারী ও বিজেপি দিবাস্বপ্ন দেখছে। হার নিশ্চিত বুঝে গিয়েছে, তাই বাকি ভোটের জন্য কর্মীদের ভোকাল টনিক দিচ্ছেন।’‌ তবে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ২ মে।

মঙ্গলবার নন্দীগ্রামে নির্বাচনী ঝড় উঠতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ সেদিন আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মিঠুন চক্রবর্তী। পাল্টা দিতে হাজির থাকছেন তৃণমূল সুপ্রিমো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here