পেট্রোপণ্যের দাম ৬০ টাকা প্রতি লিটারে হবে, নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপি নেতার

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আগামী ৬ এপ্রিল নির্বাচন কেরালার ১৪০ আসন বিশিষ্ট বিধানসভায়। বিজেপি ক্ষমতায় এলে কেরালায় পেট্রোল-ডিজেলের দাম হবে লিটার প্রতি ৬০ টাকা। প্রতিশ্রুতি কেরালার বিজেপি নেতা কুম্মানাম রাজশেখরণের। তাঁর দাবি বিজেপি ক্ষমতায় এলে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হবে কেরালায়।

Kummanam Rajasekharan | newsfront.co
কুম্মানাম রাজশেখরণ

কোচিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা রাজশেখরণ বলেন, “জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারের অনেক ফ্যাক্টর কাজ করে। বিজেপি কেরালায় ক্ষমতায় এলে জ্বালানিকে জিএসটির আওতায় আনা হবে।” কেরালার অর্থমন্ত্রী থমাস আইজ্যাকের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন কেন রাজ্য সরকার পেট্রোল ডিজেলকে এতদিন জিএসটির আওতায় আনেনি!

কেরালার বিধানসভায় লড়াই মূলত সিপিআইএম পরিচালিত এলডিএফ জোটের সঙ্গে কংগ্রেস পরিচালিত ইউডিএফ জোটের। বিজেপির সম্ভাবনা কেরালায় প্রায় নেই বলেই ধারণা রাজনৈতিক মহলের। তবুও নির্বাচনে কোনো পক্ষই জমি ছাড়তে রাজি নয়।

আরও পড়ুনঃ ওটিটি নিয়ে কেন্দ্রকে কড়া হতে নির্দেশ শীর্ষ আদালতের

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে এলডিএফ জোট বিপুল ভোটে জয়ী হলেও কেরালায় পাঁচ বছর অন্তর সরকার বদল হওয়া একপ্রকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিভিন্ন সমীক্ষাতে এগিয়ে রয়েছে সিপিআইএম পরিচালিত এলডিএফ জোট।

আরও পড়ুনঃ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করা দেশদ্রোহিতা নয়ঃ সুপ্রিম কোর্ট

দেশের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থানের বেশ কিছু জায়গায় অতিরিক্ত ভ্যাটের কারণে জ্বালানির দাম আকাশছোঁয়া। মূলত লকডাউনের সময় আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম যখন রেকর্ড কমেছে, তখনই কেন্দ্র অতিরিক্ত কর চাপিয়েছে। আর এখন ভোটের মুখে পেট্রোল-ডিজেলের দামই চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here