নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
২০২১-এ ক্ষমতায় এলে বাংলাতেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিয়ের নামে ধর্মান্তকরণ বিরোধী বা লাভ জিহাদ আইন আনবে বিজেপি। রাজ্যে এসে এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
বৃহস্পতিবার দুর্গাপুরে একটি জনসভায় ওই জোনের পর্যবেক্ষক নরোত্তম মিশ্রের এমন বিতর্কিত মন্তব্য উত্তাপ বাড়াল বঙ্গ রাজনীতিতে। তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও সিপিএম।
একুশে বাংলা জয়ের লক্ষ্যে ‘অভিজ্ঞ’ কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিজেপি। সাংগঠনিক অঞ্চল ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাদের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই বেছে নিয়েছেন তাঁদের, এবং ভাগ করে দিয়েছেন দায়িত্ব। তাঁদের মধ্যে অন্যতম হলেন নরোত্তম মিশ্র। শিবরাজের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বেশ কয়েকবার বাংলায় ঘুরে গিয়েছেন। সংগঠন মজবুত করার লক্ষ্যে একাধিক জায়গায় সভা-বৈঠক করছেন মিশ্র।
আরও পড়ুনঃ গোর্খাল্যান্ডের দাবি তুলে মোদীকে চিঠি তামাংয়ের
বৃহস্পতিবার দুর্গাপুরে জনসভায় রাজ্য সরকারকে বিভিন্ন ইস্যুতে আক্রমণের পাশাপাশি নরোত্তম। বিভিন্ন ইস্যুতে আক্রমনের পাশাপাশি নরোত্তম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বাংলাতেও ‘লাভ জিহাদ’ আইন আনার কথা বলেন। তিনি বলেন, “মধ্যপ্রদেশে বিয়ের নামে ধর্মান্তকরণ রুখতে লাভ জিহাদ বিরোধী আইন এনেছি আমরা। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এখানেও এই আইন কার্যকর করা হবে।“
আরও পড়ুনঃ ধর্মান্তরকরণ বৈধতা যাচাই হবে সুপ্রিম কোর্টে, দুই রাজ্য-কেন্দ্রকে নোটিস
এর পাল্টা রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন, “বাংলার সংস্কৃতিতে আঘাত হানছে বিজেপি। বাংলার মানুষ উত্তর ভারতের সংস্কৃতিকে মেনে নেবে না।“ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও নরোত্তম মিশ্রের বক্তব্যের বিরোধিতা করেছেন।
ভিন্ন ধর্মে বিয়ে আটকাতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ও কর্ণাটকে লাভ জিহাদ আইন এনেছে সে রাজ্যের সরকার। বিয়ের নামে জোর করে ধর্মান্তকরণ রুখতে কড়া পদক্ষেপ করছে সরকার। এবার বাংলাতেও ক্ষমতায় এলে লাভ জিহাদ আইন কার্যকর করার কথা বলেছেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584