নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজকে শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক আছে। এবং আগামীকাল করণদিঘি থানা ঘেরাও আছে সেইটাও জোরদার হবে।

আজকেও রায়গঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট অফিস ঘেরাও ছিল। সেখানে আমাদের রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ছিলেন। মহিলাদের সংখ্যাও অনেক বেশি ছিল। চোপড়াতে যে ঘটনা ঘটেছে, হেমতাবাদে যে ঘটনা ঘটেছে তাতে খুনিদের গ্রেফতার না করে আমাদের জেলার নেতাদের গ্রেফতার করা হয়েছে এবং আমরা দেখতে চাই এই রাজ্য সরকার আর কতজনকে গ্রেফতার করতে পারে।
আরও পড়ুনঃ বিশ্বভারতী কাণ্ডে চাই সিবিআই তদন্ত! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
যদি এইভাবে রাজ্য সরকার গ্রেফতার লীলা চালিয়ে যায়, তাহলে বিজেপি যেদিন গ্রেফতার লীলা শুরু করবে সেদিন উত্তরকন্যায় আর নবান্নে কেউ বসতে পারবেনা এইটা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। সময় থাকতে থাকতে শুধরে যান।” বিশ্বভারতীতেও অশান্তি করেছে তৃণমূল বলে তিনি জানান।
আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল বিরোধী ভোট একত্রিত করার নির্দেশ সূর্য মিশ্রের
তিনি বলেন, “আমরা প্রতিশোধ নিতে চাইনা যদি নিতে চাইতাম তাহলে তৃণমূলের একটা নেতাও বাঁচতনা। জেলের বাইরে একটাও কেও থাকত না। এবং পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব। পুলিশ যদি গুলি মারে তাহলে আমরাতো আর ফুল ছুঁড়বনা। যেমন আচরণ করবে তেমন আচরণ আমরা করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584