ঈশ্বরের দূত (কেন্দ্রীয় অর্থমন্ত্রী)-এর কাছে উত্তর চাইলেন চিদাম্বরম

0
49

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘ঈশ্বরের দূত কি উত্তর দেবেন?’ জিএসটি সংগ্রহ কমে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের “Act of God” উক্তির পরিপ্রেক্ষিতে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের প্রশ্ন।

P Chidambaram | newsfront.co
পি চিদাম্বরম

অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন জানান ২০২১ অর্থবর্ষে জিএসটি সংগ্রহে ঘাটতির পরিমাণ ২.৩৫ লক্ষ কোটি টাকা, কোভিড ১৯ প্যান্ডেমিক যা হলো ‘ ঈশ্বরের কাজ’ তার কারণেই এই ঘাটতি। কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এই কথার সূত্র ধরে বর্তমান অর্থমন্ত্রী কে উল্লেখ করেন ঈশ্বরের দূত হিসেবে। তিনি প্রশ্ন করেন মহামারির অনেক আগে থেকেই কেন্দ্রের ভুল আর্থিক নীতির কারণে দেশের অর্থনীতির বেহাল দশা তৈরি হয়েছিল।

আরও পড়ুনঃ জেইই-এনইইটি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ বিশ্বজুড়ে, সামিল আন্তর্জাতিক পরিবেশবিদরাও

২০১৭/২০১৮ , ২০১৮/২০১৯ , ২০১৯/২০২০ এই আর্থিক বছরগুলিতে, যখন মহামারির চিহ্ন মাত্র ছিলোনা তখন দেশের অর্থনীতির এমন বেহাল দশা হল কেন সে বিষয়ে, ‘ঈশ্বরের দূত’ অর্থাৎ অর্থমন্ত্রী কি দয়া করে উত্তর দেবেন? আজ সকালে পাঁচটি টুইট করে এই প্রশ্ন করেন তিনি।

আরও পড়ুনঃ বিদ্বেষ সম্প্রচারে অভিযুক্ত অনুষ্ঠানে দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ দিলেও সুপ্রিমকোর্ট শুধুই নোটিশের পক্ষে

পি চিদাম্বরম এবং অন্য কংগ্রেস নেতারা দীর্ঘদিন ধরে বলে আসছেন ধারাবাহিক ভাবে দেশের জিডিপি গ্রোথের অভিমুখ নিম্নগামী। ৭.১% থেকে নেমে ৩.১% দাঁড়িয়েছিল জিডিপি গ্রোথ , ২০১৯-২০২০ এর চতুর্থ কোয়ার্টারে। যা প্রমাণ করে সরকারের আর্থিক নীতির অজ্ঞতা।

কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন, অর্থনীতির এই পরিস্থিতি প্রমাণ করে বর্তমান সরকার আসলে কোনোদিন মানতেই চায়নি যে তাদের আর্থিক নীতি সম্পূর্ণ ভুল ছিল। তিনি বলেন এই নীতি হচ্ছে ‘পরমাত্মা নির্ভর’ অর্থাৎ দেশের সবই এখন ঈশ্বরের হাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here