আইএফএ’র বার্ষিক সাধারণ সভা

0
161

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইএফএ’র গর্ভনিং বডির সদস্যঃ (২০২০-২০২১) নির্বাচন হয়ে গেল। এবার নতুন গভর্নিং বডিতে নতুন সংযোজন চার ফুটবলার।

IFA | newsfront.co

তারা হলেন ভারতের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র। দক্ষিণ ২৪ পরগনা জেলার ওয়াইএমএসএ (YMSA)-এর (তৃতীয় ডিভিশন) হয়ে গভর্নিং বডির সদস্য৪ হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত ভদ্র।

Amit Bhadra | newsfront.co
অমিত ভদ্র

তাঁর সঙ্গে সেলের হয়ে এলেন ডানকুনির ত্রিজিৎ দাস, গোপাল দাস (নার্সারি বিভাগের বাগবাজার ইশাণী ক্লাব) এবং পোর্ট ট্রাস্টের শুভাশিস সরকার। যদিও শুভাশিস এর আগেও আইএফএ-র গভর্নিং বডির সদস্যয় হয়েছিলেন।

Annual meeting | newsfront.co

মোহনবাগান থেকে দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল থেকে দীপঙ্কর চক্রবর্তী, মহমেডান থেকে ওয়াসিম আক্রম নতুন গভর্নিং বডিতে এলেন। সাদার্ন সমিতি থেকে এসেছেন সৌরভ পাল।

আরও পড়ুনঃ দর্শেনেন্দ্রিয় প্রতিবন্ধীদের দৃষ্টি ফেরাতে মেসির উদ্যোগ

পুরুলিয়া জেলার বলরামপুরের ক্রীড়া সংগঠক মঞ্জুর খানকে গভর্নিং বডির সভায় নিয়ে এল ব্যা তর স্পোর্টিং ক্লাব। এদিকে আগামী ২৯ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে হচ্ছে আইএফএর বার্ষিক সাধারণ সভা। সামাজিক দূরত্ব বজায় রেখে নেতাজি ইন্ডোরে তা আয়োজন হবে।

আরও পড়ুনঃ রাজ্য ফুটবল সংস্থাদের সাহায্য ফেডারেশনের

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে একশো জনের বেশি সভায় আসার অনুমতি দেওয়া হবে না। তবে যারা আসতে পারবেন না তাঁদের ভার্চুয়াল ভাবে থাকতে বলা হবে। এদিনের আইএফএ’র বৈঠকে উপস্থিত ছিলেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত ও সভাপতি অজিত বন্দোপাধ্যায়। সূত্রের খবর, এদিনের বৈঠকে এক প্রকার কলকাতা লিগ পরের বছর ফেব্রুয়ারী মাসে করা প্রায় চূড়ান্ত হয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here