অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বাংলা ফুটবলের কাজে তৎপর সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়। তিনি পদত্যাগ করবেন আইলীগের পর তবুও যতদিন চেয়ারে আছেন থেমে নয় জয়দ্বীপ। এবার উত্তরবঙ্গের ফুটবলের উন্নতি করছে তারা। আইএফএ ঠিক করেছে, উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি ফুটবল প্রতিযোগিতা হবে। তারা সেখানে নতুন দপ্তরও খুলছে। তৈরি হবে একটি অ্যাকাডেমিও।
এই বছরের মার্চে মাসে শিলিগুড়িতে উত্তরবঙ্গ কাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ।
উত্তরবঙ্গের জেলাগুলি থেকে নতুন প্রতিভা তুলে এনে কলকাতার বড় ক্লাবে ফেলা লক্ষ তাঁদের।
আইএফএ সচিব জানান, ‘‘আমরা সমস্ত জেলা থেকেই তরুণ প্রতিভাদের তুলে আনতে চাই। উত্তরবঙ্গে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। তাদের জন্য আমরা নতুন অ্যাকাডেমি গড়াব় কাজ শুরু কব়ে দেব। বাংলার ফুটবল থেমে থাকবে না।”
আরও পড়ুনঃ গাভাসকার যা ইচ্ছে বলুক ওকে পাত্তা দিই না, বলছেন পেইন
তরুণ ফুটবলারদের চিহ্নিত করতে বাংলার কোচদের দায়িত্ব দেওয়া হবে বলে জানান সচিব। ফুটবলকে কলকাতে গোটা রাজ্যে ছড়ানো আইএফএ’র লক্ষ।
জয়দ্বীপের সঙ্গে ছিলেন শিলিগুড়ি গিয়েছিলেন সহ-সভাপতি পার্থ সারথি গঙ্গোপাধ্যায়, তনুময় বসু ও শ্যামল মিত্র। আইএফএ সূত্রের খবর কলকাতা লীগও হবে মার্চ মাসের শেষে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584