ডিসেম্বর মাসেই হতে পারে আইএফএ শিল্ড

0
154

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

কলকাতা লিগ হতে হতে পরের বছর মার্চ। তাই এই বছর আইএফএ শিল্ড করতে চলেছে আইএফএ।বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশনের সমস্ত ক্লাবকে চিঠি পাঠিয়েছে আইএফএ।

IFA Shield | newsfront.co

চিঠিতে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রিমিয়ারের দলগুলিকে নিয়ে শিল্ড করতে চায়। আগামী পাঁচ দিনের মধ্যো সংশ্লিষ্ট ক্লাব কর্তাদের নিজেদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। আইএসএলে খেলার জন্য মোহনবাগান, ইস্টবেঙ্গল এবারের শিল্ডে খেলছে না।

আরও পড়ুনঃ হরমনপ্রীতদের হারালো মিতালিরা

মহামেডান আই লিগে খেলবে বিদেশী কোনো দলও আসবেনা। তবে আই লিগ যেহেতু পরের বছর চালু তাই মহামেডান খেলতে পারে সাদা কালো ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানালেন, ”সামনেই আই লিগ। তার আগে আইএফএ শিল্ড হচ্ছে। খুব ভাল উদ্যোাগ । আমরা শিল্ডে খেলছি।“

আরও পড়ুনঃ গোয়েঙ্কার উদ্যোগেই অক্ষুন্ন থাকতে চলেছে বাগান সমর্থকদের আবেগ

আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত জানান, ”আইএফএ চেষ্টা করছে এই বছর কিছু একটা হোক করোনাকে হারিয়ে। তাহলে সবাই উৎসাহ পাবে। এবছর তো কত ধুম ধাম করে আইএফএ শিল্ড করার ইচ্ছে ছিল গত এপ্রিল মাসে সেটা আর হল কই!”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here