ফুটসল চালু করবে আইএফএ

0
65

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ifa meeting | newsfront.co

চলতি বছর আগামী এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে কোনও ম‍্যাচেই পুলিশ নিরাপত্তা পাওয়া যাবে না। তাই ২০২০ সালের কলকাতালিগ এপ্রিল মাসে করা সম্ভব নয়। সেটা জুন-জুলাই তেই ২০২১ মরসুমের লিগটাই করা হবে। তবে থেমে নেই আইএফএ। তাই আইএফের ফুটসল কমিটির বৈঠকে ঠিক হয়, প্রিমিয়ার, প্রিমিয়ার এ এবং প্রথম ডিভিশনের মোট ১৬টা দল নিয়ে এই ফুটসল টুর্নামেন্ট করার চেষ্টা চলছে। আগামী পয়লা বৈশাখের দিন ফুটসল শুরু করার ভাবনা আইএফএ রাখছে। চারটি গ্রুপে চারটি করে দল খেলবে। লিগ কাম নক আউট খেলা হবে। শহর কলকাতার চারটি মাঠে খেলা হতে পারে। দুজন বিদেশি সই করানোর অপশন থাকবে। ম‍্যাচে খেলাতে পারবে মাত্র একজন বিদেশি।

ফুটসল কমিটির চেয়ারম‍্যান ত্রিজিত দাস জানান, “আমাদের একটা মিটিং হয়েছে। জয়দীপদা আবার আমাদের সঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আলোচনায় বসবো ফুটবল করতে আইএফএ বদ্ধ পরিকর আমরাও আইএফএ কে সহযোগিতা করবো। তারপর চূড়ান্ত।”

আরও পড়ুনঃ হায়দ্রাবাদে শঙ্কর, ইস্টবেঙ্গলে সুব্রত

সবাই বলছে সচিব জয়দ্বীপ ফুটসল এনে চমক দেবে কিন্তু ফুটসল এই প্রথম নয় আই এফ এতে সুব্রত দত্ত সচিব থাকাকালীন ফুটসল বেশ বড় ভাবে স্পনসর এনে আয়োজন করেন কিন্তু তারপর পরের বছর উৎপল গঙ্গোপাধ্যায় সচিব হয়ে আসার পরে ফুটসল বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত উৎপল সচিব হওয়ার পরে ট্রেডস কাপ ছাড়া সব টুর্নামেন্টই বন্ধ হয়ে যায় সেই বন্ধ হওয়া টুর্নামেন্ট গুলো শুরু করা লক্ষ নিচ্ছেন জয়দ্বীপ। আর মুম্বইতে কয়েকবছর আগে ফুটসলে খেলে যান ব্রাজিলের তারকা বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদিনহো আইএফএর লক্ষও তাই কোনো বড় তারকাকে আমন্ত্রণ জানানো তাতে একদিকে যেমন টুর্নামেন্টের গ্ল্যামার বাড়বে ঠিক তেমন তিন প্রধান ফুটসল খেলতে আর উপেক্ষা করতে পারবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here