আইএফএস অফিসারের টুইটার পোস্ট, জানা গেল ‘রবীন্দ্রনাথ’ ডাইনোসরের কথা

0
75

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ips officer sharing twitter post | newsfront.co
প্রতীকী চিত্র

রবীন্দ্রনাথকে চেনেন না এমন বাঙালি তথা ভারতীয় ভারতবর্ষে বিরল। লেখক, কবি, গীতিকার, নোবেল জয়ী হিসেবে তাঁর পরিচয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য আট থেকে আশি- সবারই মুখস্থ। কিন্তু ‘রবীন্দ্রনাথ’ নামের ডাইনোসরের কথা কজনই বা জানেন।

সাম্প্রতিক খবর না হলেও এই তথ্য হঠাতই ভাইরাল হয়ে উঠেছে নেটিজেনদের মধ্যে। এই ২২ অক্টোবর আইএফএস অফিসার পরভিন কাসওয়ান টুইটারে একটি পোস্ট করেছেন রবীন্দ্রনাথ নিয়ে এবং উদঘাটন করেছেন ‘বারাপাসারাস টেগোরি’ নামের রহস্য। তিনি তাঁর পোস্টে জানান, ‘’১৯৬০ সাল নাগাদ ভারতের আদিলাবাদ জেলা থেকে প্রথম সম্পূর্নরূপে এই ডাইনোসরের কঙ্কাল উদ্ধার করা হয়। ওজনে এটি ছিল প্রায় ৭ টনের এবং লম্বায় ১৮ মিটার দীর্ঘ।”

পোস্টটিতে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। তবে বেশির ভাগ লোকজনই খুব অবাক হন খবরটি জানতে পেরে। পরে তিনি আরেকটি পোস্ট করে বলেন, “অনেকেই অবাক হচ্ছেন হয়তো ভারতবর্ষে ডাইনোসরের অস্তিত্ব নিয়ে। কিন্তু ভারতে ডাইনোসরের উপস্থিতি নিয়ে যথেষ্ট ইকোলজিকাল হিস্ট্রি রয়েছে। গান্ধিনগর এবং হিমাচল প্রদেশের সিরমরে ডাইনোসরের ফসিলস পার্ক রয়েছে। কলকাতা মিউসিয়ামে রয়েছে ডাইনোসরের কঙ্কাল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here