মনিরুল হক, কোচবিহারঃ
পবিত্র রমজান উপলক্ষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইফতার পার্টির আয়োজন করল পুঁটিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃনমুল যুব কংগ্রেস। রবিবার ওই ইফতার পার্টি অনুষ্ঠিত হয় দিনহাটা ১ নং ব্লকের পুঁটিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃনমুল যুব সভাপতি সামসুল মিয়ার বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায়।
এদিনে এই ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনহাটা ১ নং ব্লকের কনভেনার নারায়ণ শর্মা, বড়শোলমারি গ্রাম পঞ্চায়েত তৃনমুল যুব কংগ্রেস সভাপতি অবিনাশ বর্মণ, পুঁটিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব সভাপতি সামসুল মিয়া, নাজির হোসেন, রামমঙ্গল সরকার, বিষ্ণু দাস, নবিউল হক, হানিফুর রহমান সহ পুঁটিমারি ২ নং গ্রাম পঞ্চায়েত স্থানীয় পঞ্চায়েত সদস্য ও স্থানীয় নেতৃত্বরা সহ আরও অনেকে।
জানা গেছে, এদিন ওই ইফতার পার্টিতে দিনহাটা ১ নং ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রোজাদার মানুষ ও স্থানীয় প্রায় ৩৫০ জন বাসিন্দা ওই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।দিনহাটা ১ নং ব্লকের কনভেনার নারায়ণ শর্মা জানান, “সত্যি আমি খুব আনন্দিত। পুঁটিমারি ২নং অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে রোজাদার মানুষের সাথে মিলিত হতে পেরে ও সবাই মিলিয়ে এক সাথে আনন্দ মেতে ওঠার জন্যই এই ইফতার পার্টির আয়োজন করেছিলেন এই অঞ্চলের তৃনমুল যুব সভাপতি সামসুল মিয়া। আজ এই ইফতার পার্টিতে এসে আমার খুব ভালো লেগেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584