ভারতে করোনা পরিস্থিতি নিয়ে ভয়াবহ পূর্বাভাস আইআইএসসি গবেষণায়

0
109

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার কবলে গোটা বিশ্ব। অন্যান্য দেশগুলির মতো ভারতও এই মারণ ভাইরাসের দাপটে নাজেহাল। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি করেও লাভ হয়নি। কোভিড-১৯-এর প্রতিষেধক এখনও বাজারে আসেনি। করোনা প্রতিষেধক হিসাবে যে ভ্যাকসিন তৈরি হয়েছে সবে তার ট্রায়াল শুরু হয়েছে।

Covid19 | newsfront.co
প্রতীকী চিত্র

এহেন পরিস্থিতির মধ্যেই এক ভয়াবহ তথ্য দিল আইআইএসসি। এখন দেশে সংক্রমণের হার যে রকম, সেই ভাবে চললে সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যেই ভারতে করোনায় সংক্রমিতের সংখ্যা সর্বাধিক ৩৫ লক্ষে পৌঁছে যেতে পারে। মৃতের সংখ্যা হতে পারে ১ লক্ষ ৪০ হাজার। সাম্প্রতিক এক সমীক্ষায় এই দাবি করল বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)’। এই মুহূর্তে দেশে সংক্রমণের হার যা, তার ভিত্তিতে আইআইএসসি-র আরও পূর্বাভাস, ওই সময়সীমার মধ্যেই দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হবে ১০ লক্ষ।

তবে সমীক্ষায় জানানো হয়েছে, করোনা পরিস্থিতি যদি এখনকার চেয়ে একটু স্বাভাবিক হয়, তা হলে ১ সেপ্টেম্বরের মধ্যে ভারতে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হবে ২০ লক্ষ। করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে ৪ লক্ষ ৭৫ হাজারে। আর মৃতের সংখ্যা বেড়ে হবে ৮৮ হাজার। সেপ্টেম্বরে কোন রাজ্যে করোনা সংক্রমণ কোথায় পৌঁছতে পারে তারও একটা ছবি আঁকার চেষ্টা চালানো হয়েছে আইআইএসসি-র সমীক্ষায়।

আরও পড়ুনঃ দিল্লি থেকে গুয়াহাটি হয়ে কলকাতা পর্যন্ত অবাধ ভ্রমণ করোনা আক্রান্ত বিমানযাত্রীর

সেখানে বলা হয়েছে, এখন সংক্রমণের হার যে ভাবে বাড়ছে, যদি সেই ধারাই বজায় থাকে তা হলে সেপ্টেম্বরে মহারাষ্ট্রে করোনায় সংক্রমিত হবেন ৬ লক্ষ ৩০ হাজার মানুষ। তারপরের স্থানেই থাকবে দিল্লি। সেখানে সংক্রমিতের সংখ্যা পৌঁছবে ২ লক্ষ ৪০ হাজারে। তামিলনাড়ুতে সংখ্যাটা হবে ১ লক্ষ ৬০ হাজার আর গুজরাতে ১ লক্ষ ৮০ হাজার। আর ওই সময় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা হবে মোট সংক্রমিতের ৩৫ শতাংশ।

আরও পড়ুনঃ করোনার পর এবার বন্যা, চিনে মৃত কমপক্ষে ১৪১

সমীক্ষা আরও দাবি করে যে, সংক্রমণ যদি এখনকার মতোই বাড়তে থাকে তা হলে নভেম্বরের ১ তারিখে ভারতে ১ কোটি ২০ লক্ষে পৌঁছবে সংক্রমিতের সংখ্যা। মৃত্যু হবে ৫ লক্ষ মানুষের। এভাবে চললে জানুয়ারিতে সংক্রমিতের সংখ্যা বেড়ে হবে ২ কোটি ৯০ লক্ষ। আর মৃতের সংখ্যা বেড়ে পৌঁছবে ১০ লক্ষে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ন’লাখ ছাড়িয়ে গিয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার লাফিয়ে লাফিয়ে বেড়েছে এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাও। বিগত কয়েক দিনে ২৮-২৯ হাজার করে বাড়ছিল দৈনিক সংক্রমণ। এ দিন তা ৩২ হাজার ছাড়িয়ে গেল। প্রতিদিন পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। এই নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্ত হলেন ৩৪ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। এ পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হল এক হাজার জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here