খড়্গপুর আইআইটি তে ‘গেট জ্যাম’ কর্মসূচি

0
64

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কেন্দ্র এবং রাজ্য সরকারের লক ডাউন নীতি না মেনে নিজের মত করে লক ডাউন চালিয়ে যাচ্ছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। আর সেই খাম খেয়ালিপনার মাশুল দিতে হচ্ছে ক্যাম্পাসের ভেতরে অবস্থিত দোকানদার, অবসরপ্রাপ্ত কর্মচারী সহ অন্যান্য অনেক মানুষদের ৷

iit | newsfront.co
‘গেট জ্যাম ‘ কর্মসূচি ৷ নিজস্ব চিত্র

এমনই অভিযোগ তুলে আইআইটি ক্যাম্পাসে ঢোকার প্রধান এবং বর্তমানে একমাত্র ফটকের সামনে ‘গেট জ্যাম’ কর্মসূচিতে সামিল হয়েছেন ভুক্তভোগীরা ৷ যার সমর্থনে এগিয়ে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা অবধি ২ ঘন্টা ধরে চলা অবরোধের ফলে ক্যাম্পাসে ঢোকার কিংবা বের হওয়ার পথ অবরুদ্ধ হয়ে পড়ে। বাইরের জগত থেকে সড়ক যোগে বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্যাম্পাস।

authorities | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ক্যাগ রিপোর্ট ঘিরে বিতর্ক, ‘অফসেট ক্লজ’ বাতিল করল কেন্দ্র

অবরোধকারীদের বক্তব্য, ‘আনলক ইন্ডিয়া পর্বেও আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রবেশের চারটি ফটকের তিনটি ফটকই বন্ধ রেখেছেন, এরফলে বিভিন্ন স্তরের সমস্যা তৈরি হয়েছে। যাঁদের ক্যাম্পাসের দক্ষিণ (প্রেমবাজার ইত্যাদি)দিকে অবস্থান তাঁদের যখন ক্যাম্পাসে ঢোকার প্রয়োজন হচ্ছে ৩ কিলোমিটারেরও পথ বেশি ঘুর পথে তাদের ক্যাম্পাসে ঢুকতে হচ্ছে। তাই ‘গেট জ্যাম ‘ কর্মসূচি- র মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here