সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ
বিশ্বের সবথেকে কম দামের করোনা ভাইরাস পরীক্ষার কিট আবিষ্কারে বড়সড় সাফল্য অর্জন করল আইআইটি দিল্লি। বুধবার কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রক সেই আরটি-পিসিআর নির্ভর করোনা ভাইরাস নির্ণয়ের কিট সামনে আনল৷
মঙ্গলবার রাতেই টুইটারে মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ জানিয়েছিলেন, আইআইটি দিল্লির গবেষণাগারে তৈরি বিশ্বের সবথেকে কম মূল্যের ‘প্রোব ফ্রি’ আরটি-পিসিআর কিট বুধবার সামনে আনবেন তিনি৷ উপস্থিত থাকবেন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় ধোতরে ৷
আরও পড়ুনঃ ভারতে বাড়বে জনসংখ্যা, কমবে কার্যক্ষমতা, দাবি সমীক্ষা রিপোর্টে
কিটের নামকরণ করা হয় Corosure৷ নতুন কিট সামনে আনেন পোখরিয়াল এবং সেই সময়কে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন৷ আইআইটি’র দিল্লির বিশেষজ্ঞদের ও ভূয়সী প্রশংসা করেন তিনি৷ বিকল্প পদ্ধতি র মাধ্যমে কিট পর্যবেক্ষণ করে ‘নিউটেক মেডিকেল’ নামে এক সংস্থা র মাধ্যমে বাজারে আনার চেষ্টা চালানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584