এনসিএসএম-আইআইটি-র যৌথ প্রয়াসে নেটিজেনদের কাছে আসছে ‘গান্ধিপিডিয়া’

0
46

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

গান্ধিজীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম’ (এনসিএসএম) এবং দুটি আইআইটি প্রতিষ্ঠান মহাত্মা গান্ধীর লেখা বই, চিঠি এবং বক্তৃতার একটি অনলাইন ভান্ডার, ‘গান্ধিপিডিয়া’ শুরু করার জন্য একসাথে হাত মিলিয়েছে।

Gandhi | newsfront.co
প্রতীকী চিত্র

শুক্রবার আইআইটি খড়্গপুর, টুইট এর এক বিবৃতিতে জানায়, পুরো প্রকল্পটি আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স (এআই) দ্বারা সম্পন্ন হবে এবং প্রথম পর্যায়ে, মহাত্মা গান্ধীর লেখা ৪০ টিরও বেশি বই ডিজিটাইজড এবং ইনডেক্স করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বইগুলি মহাত্মা গান্ধীর সোশ্যাল নেটওয়ার্ক পুনর্গঠনের জন্য ব্যবহৃত হবে। যাঁরা তাঁকে প্রভাবিত করেছিলেন এবং যাঁদেরকে তিনি অনুপ্রাণিত করেছিলেন তাঁদেরও এই মাধ্যমের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা আরও জানায়, আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই ওয়েবসাইটের প্রথম পর্যায় এবং ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে আরও চারটি পর্যায় শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুনঃ নতুন ওয়ান ডে-টি২০ দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

সংস্কৃতি মন্ত্রকের আওতাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা, আইআইটি খড়্গপুর এবং এনএসসিএমের সাথে, আইআইটি গান্ধীনগরও এই প্রকল্পের একটি অংশ।

আইআইটি খড়্গপুরের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক অনিমেষ মুখোপাধ্যায় এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, মহাত্মা গান্ধীর লেখা ‘মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’ বইটি এই সোশ্যাল নেটওয়ার্ক পুনর্গঠনের জন্য প্রথম ব্যবহৃত হবে এবং মহাত্মা গান্ধীর চিঠি এবং বক্তৃতা-সহ মোট ১০০ টি রচনা পোর্টালে আপলোড করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here