নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বাঙালির সাথে ইলিশের সম্পর্ক চিরকালীন৷ বাঙালিরা সারাবছর অপেক্ষা করে থাকে এই বর্ষাকালে ইলিশের আগমনের জন্য৷ কিন্তু এই বছর ঠিকমতো বর্ষা না আসার কারণে বাজারে ঠিকভাবে যোগান নেই রুপালি ইলিশের ৷

মাছ ধরা শুরু হয়ে গিয়েছে কয়েক মাস আগে থেকেই অথচ পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সমুদ্রে দেখা মিল ছিলনা রুপালি ইলিশের , আর তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ৷ বর্ষাকাল অথচ বাঙালির পাতে ইলিশ থাকবে না এমনটা কল্পনা করাও মুশকিল ৷ কিন্তু এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এই রুপালি ইলিশের দেখা মিলতে শুরু করেছে ৷

বহু চেষ্টাতেও সমুদ্রে ইলিশের ঝাঁক মৎস্যজীবীদের জালে ধরা দিচ্ছিল না কয়েক মাস ধরেই, অবশেষে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘার গভীর সমুদ্র থেকে ফিরে আসা ট্রলারগুলোতে এসেছে বেশ কিছু রুপালি ইলিশ ৷ তবে বাজারে চাহিদা থাকায় বেশ কড়া দামে বিক্রি হচ্ছে এই রুপালি ইলিশ ৷

জানা গেছে ১ কেজির বেশি ওজনের ইলিশের পাইকারি দর ২০০০ টাকা থেকে শুরু করে ২২০০ টাকা, আর ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের পাইকারি দর প্রতি কেজি ৬০০ টাকা থেকে ৮০০ টাকা ৷ বহুদিন লকডাউন থাকার ফলে প্রশাসনের নির্দেশে বন্ধ ছিল মৎস্য নিলাম কেন্দ্র ৷
আরও পড়ুনঃ তৃণমূলের রক্তদান শিবির
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ১৫ জুন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছে ট্রলার গুলি ৷ বুধবার মৎস্যজীবীদের হাত ধরে দিঘার পাইকারি মাছ বাজারে এসেছে প্রায় ৭০০ কেজি রুপালি ইলিশ ৷ তবে পরিমাণে কম হলেও আকারে বেশ বড় এই ইলিশ গুলি ৷ তবে যাই হোক বেশি দাম দিয়ে কিনতে হলেও বাঙালির পাতে এবার যে ইলিশ উঠবে তা নিয়ে নিশ্চিত মৎস্যজীবীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584