প্রতীক্ষার অবসান, দিঘায় দেখা মিললো রুপালি ইলিশের

0
90

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বাঙালির সাথে ইলিশের সম্পর্ক চিরকালীন৷ বাঙালিরা সারাবছর অপেক্ষা করে থাকে এই বর্ষাকালে ইলিশের আগমনের জন্য৷ কিন্তু এই বছর ঠিকমতো বর্ষা না আসার কারণে বাজারে ঠিকভাবে যোগান নেই রুপালি ইলিশের ৷

eilish | newsfront.co
রুপালি ইলিশ ৷ নিজস্ব চিত্র

মাছ ধরা শুরু হয়ে গিয়েছে কয়েক মাস আগে থেকেই অথচ পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সমুদ্রে দেখা মিল ছিলনা রুপালি ইলিশের , আর তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ৷ বর্ষাকাল অথচ বাঙালির পাতে ইলিশ থাকবে না এমনটা কল্পনা করাও মুশকিল ৷ কিন্তু এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এই রুপালি ইলিশের দেখা মিলতে শুরু করেছে ৷

market | newsfront.co
প্রতীক্ষার অবসান ৷ নিজস্ব চিত্র

বহু চেষ্টাতেও সমুদ্রে ইলিশের ঝাঁক মৎস্যজীবীদের জালে ধরা দিচ্ছিল না কয়েক মাস ধরেই, অবশেষে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘার গভীর সমুদ্র থেকে ফিরে আসা ট্রলারগুলোতে এসেছে বেশ কিছু রুপালি ইলিশ ৷ তবে বাজারে চাহিদা থাকায় বেশ কড়া দামে বিক্রি হচ্ছে এই রুপালি ইলিশ ৷

person | newsfront.co
নবকুমার পয়রা, ডিরেক্টর দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোশিয়েশন ৷ নিজস্ব চিত্র

জানা গেছে ১ কেজির বেশি ওজনের ইলিশের পাইকারি দর ২০০০ টাকা থেকে শুরু করে ২২০০ টাকা, আর ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের পাইকারি দর প্রতি কেজি ৬০০ টাকা থেকে ৮০০ টাকা ৷ বহুদিন লকডাউন থাকার ফলে প্রশাসনের নির্দেশে বন্ধ ছিল মৎস্য নিলাম কেন্দ্র ৷

আরও পড়ুনঃ তৃণমূলের রক্তদান শিবির

সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ১৫ জুন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছে ট্রলার গুলি ৷ বুধবার মৎস্যজীবীদের হাত ধরে দিঘার পাইকারি মাছ বাজারে এসেছে প্রায় ৭০০ কেজি রুপালি ইলিশ ৷ তবে পরিমাণে কম হলেও আকারে বেশ বড় এই ইলিশ গুলি ৷ তবে যাই হোক বেশি দাম দিয়ে কিনতে হলেও বাঙালির পাতে এবার যে ইলিশ উঠবে তা নিয়ে নিশ্চিত মৎস্যজীবীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here