এয়ার ইন্ডিয়ার নবনিযুক্ত এমডি ও সিইও হলেন তুরস্ক এয়ারলাইন্সের প্রাক্তন কর্তা ইলকার আইসি

0
48

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

এয়ার ইন্ডিয়ার নব নিযুক্ত এমডি ও সিইও হলেন তুরস্ক এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারপার্সন ইলকার আইস। ১৪ ফেব্রুয়ারি এমনটাই ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের পক্ষ থেকে। টাটা সন্সের চেয়ারপার্সন এন চন্দ্রশেখরন এদিন বলেন, “উড়ান শিল্পের দক্ষ পরিচালক ইলকার আইস, তাঁর আমলেই আজকের সাফল্যের মুখ দেখেছে তুরস্ক এয়ারলাইন্স। সেই ইলকার আইসিকে টাটা গ্রুপে স্বাগত জানাতে পেরে আমরা ধন্য। তাঁর নেতৃত্বে এয়ার ইন্ডিয়ার নতুন যুগের সূচনা হতে চলেছে।“ সম্ভবত ১ এপ্রিল থেকে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নিতে চলেছেন তিনি।

Ilker Ayci
এয়ার ইন্ডিয়ার নব নিযুক্ত এমডি ও সিইও হলেন ইলকার আইসি

টার্কিশ ফুটবল ফেডারেশন, টার্কিশ এয়ারলাইন্স স্পোর্টস ক্লাবের বোর্ড সদস্য হলেন আইসি। এছাড়াও কানাডিয়ান টার্কিশ বিজনেস কাউন্সিলের সদস্য তিনি। ইলকারও উচ্ছসিত এয়ার ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করে।

এদিন তিনি বলেন, “এয়ার ইন্ডিয়ার মত বিশিষ্ট এক সংস্থার দায়িত্ব পেয়ে ও টাটা গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত। এয়ার ইন্ডিয়াকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমান সংস্থায় পরিণত করবো আমরা। তারই সঙ্গে যাত্রীদের জন্য থাকবে উচ্চমানের উড়ানের অভিজ্ঞতা ও ভারতীয় সংস্কৃতির উষ্ণ আতিথেয়তা।“

আরও পড়ুনঃ দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় আরও ৫৪ টি চীনা অ্যাপ নিষিদ্ধের তালিকায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here