নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভোটের আগে তিলজলায় আইএসএফ কর্মীর বাড়ি থেকে বেআইনি অস্ত্র উদ্ধার। ওই আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হওয়া বোমা, রিভলবার, পিস্তল ও বুলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, যার বাড়ি থেকে বোমা, রিভলবার, পিস্তল, বুলেট উদ্ধার হয় ওই ব্যক্তির নাম লিয়াকত।
পুলিশ সূত্রে খবর, লিয়াকত একজন আইএসএফ কর্মী। তবে লিয়াকত পলাতক, গ্রেপ্তার করা যায়নি তাকে ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। এরপর তিলজলা থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা পিকনিক গার্ডেন রোডে হানা দেন এবং খোঁজ চালান লিয়াকতের।
আরও পড়ুনঃ সভার আগেই করোনা আক্রান্ত জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী, প্রচারে মাস্ক পরা বাধ্যতামূলক
তারপর একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও তিন রাউন্ড পয়েন্ট ৩০৩ বুলেট উদ্ধার করেন তাঁরা, এরপর অন্য একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ১৪টি তাজা বোমা, একটি পিস্তল ও সাত রাউন্ড বুলেট।দিন কয়েক আগে তিলজলায় তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে তুমুল সংঘর্ষ হয়, ঘটনায় আহত হন আটজন। ওই ঘটনার সঙ্গে লিয়াকত যুক্ত ছিল বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
লিয়াকতের বিরুদ্ধে মারপিট ও খুনের চেষ্টার অভিযোগের পাশাপাশি অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে। এর আগেও লিয়াকতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল।কলকাতার বিভিন্ন জায়গায় ভোটের আগে তল্লাশি চালিয়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584