নিজস্ব সংবাদদাতা, ত্রিপুরাঃ
লকডাউনে জনশূণ্য এলাকার সুযোগ নিয়ে অবাধে বৃক্ষ নিধন চলছে ত্রিপুরার আঠারোমুড়া পাহাড়ের জঙ্গলে। রাজধানী আগরতলা থেকে ৫০ কিমি দূরে ত্রিপুরার খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত এই আঠারোমুড়া পাহাড় কয়েক বছরপূর্বেও সবুজ বনানীতে ঢাকা ছিল।
কিন্তু বেশ কিছুদিন ধরেই বনদফতরের উদাসীনতায় এবং বনদস্যুদের তৎপরতায় এই জঙ্গলের শাল সেগুন গামাই চামাল-সহ মূল্যবান গাছ কেটে পাচার করা চলছেই।
লকডাউনের ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে যানবাহন চলাচল কম হওয়ার সুযোগে এই নিধনযজ্ঞ আরও গতি পেয়েছে। আজ সকালে জাতীয় সড়কের উপর দস্যুদের কেটে ফেলা একটি গাছ পড়ে থাকতে দেখা যায়। যার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ মদের হোম ডেলিভারির অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার
অনুমান চোরা চালানকারীরা রাতে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় এটি পড়ে যায়।ধারাবাহিক এই জঙ্গলচুরির ঘটনায় বনদফতরের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার সাধারন মানুষ থেকে বনপ্রেমীরা। তাদের বক্তব্য, বনদফতর জেগে ঘুমাচ্ছে।
মুঙ্গিয়া ব্লকের চেয়ারম্যান বিকাশ দেববর্মা নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান যে, যারা গাছ কেটে বন উজার করে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584