হলদিয়ায় হদিশ পাওয়া গেল বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার

0
40

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

illegal firearms factory found at haldia
নিজস্ব চিত্র

সারা দেশের সাথে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। কয়েকদিন আগে হাওড়ায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলার পর এবার সন্ধান মিলল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভাগ্যবন্তপুরে।

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় মৃত স্কুল পড়ুয়া

ভাগ্যবন্তপুরে একটা বাড়ি ভাড়া নিয়েই চলে আসছিল এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা।গোপন সূত্রে তল্লাশি চালিয়ে আজ ওই কারখানা থেকে ১০০টির মত অর্ধ সমাপ্ত বন্দুক উদ্ধার করে এসটিএফ ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।সূত্রের খবর, কয়েকদিন আগে জাল নোট বিনিময় করে বেআইনি আগ্নেয়াস্ত্র কেনা-বেচার অভিযোগে ১৩ই জানুয়ারি কলকাতা এলাকার নারকেলডাঙা থেকে যে ছয় জন গ্রেফতার হয়েছিল, তাদের থেকেই হলদিয়াতে গজিয়ে ওঠা আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মেলে।

illegal firearms factory found at haldia
নিজস্ব চিত্র

এরপর এসটিএফ এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যৌথ তদন্তে নেমে আজ এই অভিযান চালায়।নতুন ভাবে কাউকে গ্রেফতার করা না গেলেও, বর্তমানে এই কারখানা সিল করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রের খবর। ঘটনায় সারা হলদিয়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here