চন্দ্রকোনায় প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ পোস্ত চাষের রমরমা

0
67

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধভাবে পোস্ত চাষ ৷ এমনই ছবি দেখাযাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রামে।

field | newsfront.co
নিজস্ব চিত্র

চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মৌলা, পরমানন্দপুর, লক্ষ্মীপুর, মনোহরপুর, যাদবনগর সহ চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের হরিসিংপুর, যদুপুর, বান্দিপুর সহ বেশকিছু গ্রামে।প্রশাসনের তরফ থেকে পোস্ত চাষ বন্ধের জন্য একাধিক বার প্রচার করা হলেও বন্ধ হয়নি চাষ, রমরমিয়ে চলছে পোস্ত চাষ।

bdo | newsfront.co
বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ৷ নিজস্ব চিত্র

কোথাও আবার জমিকে ঘিরে দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে চলছে পোস্ত চাষ। এক এক জন ব্যক্তি এক থেকে দুই কাঠা করে জমি পোস্ত চাষ করলেও নজর নেই প্রশাসনের।এমনকি লক্ষীপুর গ্রামে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজন ও পোস্ত চাষ করছে।

আরও পড়ুনঃ অমিত শাহের সভায় যোগদান, বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

সব থেকে বেশি চাষ হয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে।চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, পুলিশ ও আবগারী দফতরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here