মনিরুল হক, কোচবিহারঃ
পাঁচ বিঘা জমির পোস্ত নষ্ট করল পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা ১নং ব্লকের খারিজা বাত্রিগাছ ও মুন্সীরহাট এলাকায় গোপনে চাষ করা প্রায় ৫ বিঘা জমির অবৈধ পোস্ত গাছ নষ্ট করা হয়। যদিও ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
আরও পড়ুন: পোস্ত চাষ রুখতে পুলিশি অভিযান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা ১নং ব্লকের অবৈধ ভাবে নিষিদ্ধ পোস্ত চাষ করা হয়েছিল। রবিবার সকালে দিনহাটার এসডিপিও আধিকারিক মানবেন্দ্র দাস ও আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিশেষ অভিযান চালিয়ে খারিজা বাত্রিগাছ ও মুন্সীরহাট এলাকায় চাষ করা প্রায় ৫ বিঘা জমির পোস্ত গাছ নষ্ট করল পুলিশ।
জানা গেছে, দিনহাটা ১নং ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের খারিজা বাত্রিগাছ ও ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকে ওই এলাকায় পোস্ত চাষ করা হয়। মাঝে মাঝে পুলিশি অভিযান চলেও কিন্তু তারপরেও পোস্ত চাষ বন্ধ হচ্ছে না।
জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, এদিন গোপন সুত্রে খবর পেয়ে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে এদিন বিশাল পুলিশ বাহিনী দিনহাটার বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং প্রায় ৫ বিঘা জমির পোস্ত নষ্ট করে। তিনি আরও বলেন, কারা ওই জমিতে আফিম চাষ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা জুড়ে পোস্ত ও গাঁজা চাষ বন্ধে লাগাতার জেলা জুড়ে পুলিশি অভিযান চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584