ফাঁসিদেওয়ায় চোলাইমদ উদ্ধার

0
57

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এলাকায় আবগারি দপ্তরের নকশালবাড়ি সার্কেলের ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তীর নেতত্বে অভিযান চালায় আবগারি দপ্তরের কর্মীরা।

illegal wine recover | newsfront.co
নষ্ট করার মূহুর্ত ৷ নিজস্ব চিত্র

বেশ কিছু গ্রামগুলো থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ । তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও আবগারি দপ্তরের কর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন চোলাই মদ কারবারিরা।

police | newsfront.co
অভিযান ৷ নিজস্ব চিত্র

এরপর চোলাই মদের সামগ্রী গুলো বাজেয়াপ্ত করে নিয়ে যায় আবগারি দপ্তর। এই বিষয়ে আবগারি দপ্তরের নকশালবাড়ি সার্কেলের ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী বলেন যে কালীপুজোর আগে প্রচুর মানুষ এই চোলাই মদ খেয়ে নেশা করেন।

wine | newsfront.co
নিজস্ব চিত্র

এই মদ খাওয়ার ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়ে থাকে। আর আমাদের সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে। সেই কারণে আমরা খবর পাই যে ফাঁসিদেওয়া ব্লকের ধনিয়ামোর,শৈলানী জোত,ধামনাগছ,কোঁকড়া জোত, হেলাগছ,কান্তিভিটা প্রচুর পরিমাণে চোলাই মদ মজুত করা রয়েছে ।

আরও পড়ুনঃ তপনের একই পরিবারের পাঁচ সদস্যের খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির

এই খবর পেয়ে অভিযান চালাই। এরপর প্রায় ২০০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির আগে গুড়জল প্রায় ২০০০ লিটার উদ্ধার হয়। সেই সব আমরা নষ্ট করেছি।জানাগেছে এই চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here