নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মনের বাড়ি থেকে বেআইনি কাঠ উদ্ধার করল বনদপ্তরের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। সোমবার টাস্কফোর্সের আধিকারিকরা খবর পেয়ে হানা দিতে যান স্বপ্নার বাড়িতে। জলপাইগুড়ি পাহারপুর গ্রামপঞ্চায়েতের ধীন পাড়া গ্রামের বাড়িতে হানা দেয় বন দফতরের টাস্ক ফোর্সের আধিকারিকরা। বাড়ির মধ্যে একটি গাছের লক চেরাই করা হচ্ছিল।
স্বপ্না বর্মন তার ঘোষ পাড়া বাটির পাশেই ঢীন পাড়াতে একটি নতুন বাড়ি বানাচ্ছেন। জানা গেছে সেই নতুন বাড়ির জন্যই কাঠের প্রয়োজন। সে কারনেই একটি গাছের লক চেরাই করা হচ্ছিল বাড়ির মধ্যে। ওয়ারেন্ট নিয়ে আজ স্বপ্না বর্মনের বাড়ি হানা দেন টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত।
স্বপ্নার বাড়িতে বেশকয়েকটি গাছের লক উদ্ধার করে বনকর্মীরা।উদ্ধার হওয়া কাঠের কাগজ দেখতে চান টাস্ক ফোর্সের আধিকারিকরা। স্বপ্না জানিয়েছেন, তার কাছে কাঠের কাগজ রয়েছে এই মুহুর্তে দেখাতে পারবেনা স্বপ্নাকে বনদপ্তর ৩০দিনের সময় দিয়েছে এই কাঠের কাগজ দেখানোর জন্য।
আরও পড়ুনঃ দলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ কৃষ্ণেন্দুর
টাস্কফোর্সের তরফ থেকে এই বেআইনি কাঠগুলিকে বাজেয়াপ্ত করেন। এই কাঠ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীদের দাবি রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে বেঁচে যাবে স্বপ্না তারা ওর শাস্তি চান, সাধারণ মানুষ এই কাজ করলে তো জেলে নিয়ে যাওয়া হতো স্বপ্না ছাড় পাবে কেন?
স্বপ্নার বাড়িতে টাস্কফোর্সের আধিকারিক যেতেই স্বপ্নার সাথে আধিকারিকদের সঙ্গে বচসা হয়। ফোনে নিউজফ্রন্ট প্রতিনিধিকে স্বপ্না জানান, এলাকার মানুষরা তাঁর দুর্নাম করার জন্য চক্রান্ত করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584