নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর খড়খড়ি জলাশয় অবৈধভাবে জমি মাফিয়ারা ভরাট করে চলেছে। প্রশাসনের নাকের ডগায় এ ঘটনা ঘটলেও তারা কোনো ভূমিকাই নিচ্ছে না,বলে জানাচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি যে, অল্প বৃষ্টির জলেই এলাকা জলের তলায় চলে যাবে। কারণ বর্ষার সময় বেশি বৃষ্টিতে সেই জল নামার মাধ্যম হল এই জলাশয় আর সেটায় বর্তমানে বন্ধ হওয়ার মুখে।
এদিন এক কংগ্রেস কর্মী বলেন যে,”নেতা মন্ত্রীর সাহায্য ছাড়া কেও কোনো দুর্নীতি করতে সাহস পাবে না। আর এই জলাশয়ের জন্য, কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বার আন্দোলন ও বিভিন্ন আধিকারিকদেরকে জানানো হয়েছে, কিন্তু কারও কোনো উত্তর পাওয়া যায়নি। আমি বলব যে এই প্রাচীনতম জলাশয়টা যেনো আগের মত সৌন্দর্য ফিরে পায়।”
আরও পড়ুনঃ বেলিয়াতোড়ে দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ,উত্তেজনা
জঙ্গিপুর পুরসভার প্রশাসক অতি দ্রুত বিষয়টির নিস্পত্তি ঘটাবেন বলে জানান। এই কাজে কোন প্রভাবশালী ব্যক্তি যুক্ত থাকলে তার বিরুদ্ধেও পুর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানায়।
এখন শুধু দেখার যে সত্যি সেই সব জলাশয় ভরাটের কাজ বন্ধ হয় কিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584