“গ্র্যান্ড স্ল্যামে খেলতে না পারলেও, নেবো না ভ্যাকসিন”, বিবিসিকে বললেন নোভাক জোকোভিচ

0
72

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ 

গ্র্যান্ড স্ল্যামে খেলা না হলে না হবে, তাও কোভিড ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরবেন না নোভাক জোকোভিচ, বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি।

Novak Djokovic
নোভাক জকোভিচ

অস্ট্রেলিয়া থেকে ভ্যাকসিন না নেওয়ার কারণে দেশে ফেরত পাঠানোর পরে এই প্রথম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাকসিন সম্পর্কে নিজের মত নিয়ে জোরালো বক্তব্য শোনালেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনি বলেন, “আমি বিশ্বাস করি কোন ব্যক্তির শরীরে বাইরে থেকে কোন জিনিস প্রবেশ করানো হলে তিনি তা নেবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাঁর থাকা উচিত।“

জোকোভিচকে জিজ্ঞাসা করা হয় ফ্রেঞ্চ ওপেন বা উইম্বল্ডনের ক্ষেত্রেও কি ভ্যাকসিন না নেওয়ার নীতিতে অনড় থাকবেন তিনি? উত্তরে এই টেনিস তারকা জানান, “হ্যাঁ, এই মূল্য দিতে আমি রাজি আছি। আমার শরীর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার কাছে অন্যান্য খেতাব বা যেকোন কিছুর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।“

এই সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, “মত প্রকাশের অধিকারে আমি বিশ্বাস রাখি। কেউ ভ্যাকসিন নিতে ইচ্ছুক হলে তিনি নিতেই পারেন। এ বিষয়ে প্রকাশ্য কোন আলোচনা এর আগে আমি কোথাও করিনি। আমার মেডিক্যাল রেকর্ড ও ভ্যাকসিন সংক্রান্ত তথ্য এর আগে কোথাও আমি প্রকাশ করিনি কারণ এগুলি একেবারেই আমার ব্যক্তিগত তথ্য এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার পূর্ণ অধিকার আমার আছে।“

আরও পড়ুনঃ রেকর্ড দামে বিক্রি সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড! সোয়া আট কোটিতে দলে টেনেছে মুম্বাই

জোকোভিচ বলেন যে, সম্প্রতি এই নিয়ে বেশ কিছু ভুল ধারণা তৈরি হওয়ার ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিছু বিষয়ে স্পষ্টভাবে নিজের সিদ্ধান্ত জানানোর। তবে জোকোভিচ এও জানান যে, তিনি ‘অ্যান্টি ভ্যাক্স’ আন্দোলনের সমর্থক নন, শুধুমাত্র ভ্যাকসিন নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্তের অধিকার ব্যক্তির- এই মতাদর্শে বিশ্বাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here