ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশে এ পর্যন্ত করোনায় অন্তত ১৯৬ জন চিকিৎসকের প্রাণহানি হয়েছে বলে দাবি করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এ বিষয়ে প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার অনুরোধ করে।চিকিৎসকদের এই সংগঠন আরও জানিয়েছে যে মৃত চিকিৎসকদের মধ্যে বেশিরভাগই জেনারেল প্র্যাকটিশনার।
আইএমএ’র তথ্য অনুযায়ী দেশে মোট মৃত ডাক্তারের মধ্যে পঞ্চাশোর্ধ রয়েছেন ১৭০ জন।তাদের দাবি যেহেতু বেশিরভাগ মানুষই শারীরিক অসুস্থতা বোধ করলে প্রথমে জেনারেল প্র্যাকটিশনারদের কাছে যান, তাই করোনা আক্রান্ত চিকিৎসকদের বেশিরভাগই জেনারেল প্র্যাকটিশনার।
Indian Medical Association says 196 doctors in country succumbed to #COVID19 so far; requests PM for his attention on issue
— Press Trust of India (@PTI_News) August 8, 2020
শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে তাদের সংগঠনের তরফ থেকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবগত করানো হয়েছে। চিঠিতে চিকিৎসক ও তাদের পরিবারের প্রতি বিশেষ যত্ন নেওয়ার এবং জীবন বীমার সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
আইএমএ’র জাতীয় সভাপতি ডক্টর রঞ্জন শর্মা জানিয়েছেন যে বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে যে অসুস্থ ডাক্তার ও তার পরিবারের লোকেরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি তারা ওষুধ-পত্রও পাচ্ছে না।এক বিবৃতিতে এই সংগঠন জানায় যে যদি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমাতে হয় সেটা ডাক্তার ও হাসপাতাল থেকেই শুরু করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584