ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশের করোনা বিপর্যয়ের জন্য কেন্দ্রকেই দায়ী করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙ্গে পড়েছে দেশের গণ স্বাস্থ্য পরিকাঠামো, কিন্তু তাতে কেন্দ্রের নেই কোনো ভ্রুক্ষেপ। আইএমএ’র দাবি, তাদের কোনো পরামর্শই কানে নিচ্ছে না কেন্দ্র। তারা এও দাবি করেন, দেশে অক্সিজেনের সংকট নেই, শুধুমাত্র সঠিকভাবে তা বন্টন করতে পারছে না কেন্দ্র।
সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ভারতের দুর্দশার চিত্র, আকাল অক্সিজেনের, বেড এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীর জন্য হাহাকার করছেন মানুষ। আইএমএ’র সাফ কথা, এই পরিস্থিতিতে জরুরী পর্যাপ্ত সময়ের পরিকল্পিত পূর্ণ লকডাউন। আংশিক লকডাউন বা নাইট কারফিউ কার্যকর হবে না।
#PMOIndia #NITIAayog #LargestVaccineDrive #IMAIndiaOrg IMA demands the health ministry wake up from its slumber and responds to mitigate the growing challenges of the pandemic. pic.twitter.com/7OxKgLhi9Q
— Indian Medical Association (@IMAIndiaOrg) May 8, 2021
আরও পড়ুনঃ ফাঁকা একটিই আইসিইউ বেড! অপেক্ষায় ৩০ জন মরণাপন্ন রোগী
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সপ্তাহান্তে লকডাউন বা নাইট কার্ফুতে কাজ হবে না। শৃঙ্খল ভাঙতে একমাত্র দীর্ঘসময়ের জন্য লকডাউন প্রয়োজন।
উল্লেখ্য, দেশে পর পর চারদিন দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে চার লক্ষের বেশি, মৃত্যুও পর পর দু’দিন পেরিয়েছে চার হাজারের গণ্ডি। পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদাসীনতা ও আলস্য মনোভাবের ওপর প্রশ্ন তুলেছে আইএমএ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584