ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪৬ জন চিকিৎসকের, জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। কোন রাজ্যে কতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে তার একটি তালিকাও প্রকাশ করেছে আইএমএ।
আইএমএ-এর তথ্য অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউয়ে সবথেকে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে দিল্লিতে, প্রাণ হারিয়েছে ১০৯ জন চিকিৎসক। বিহারে করোনায় মৃত ৯৭ জন চিকিৎসক। এছাড়া গুজরাটে ৩৭, রাজস্থানে ৪৩ এবং উত্তরপ্রদেশে ৭৯, পশ্চিমবঙ্গে ৩০, ওড়িশায় ২৩, অসমে ৮, তামিলনাড়ুতে ৩২, মধ্যপ্রদেশ ১৬, মহারাষ্ট্রে ১৭, কর্নাটকে ৯, কেরল ও মণিপুরে ৫, ছত্তিশগড় ৫ ও জম্মু-কাশ্মীরে ৩, পাঞ্জাব ও হরিয়ানাতে ৩, গোয়া, ত্রিপুরা ও উত্তরাখণ্ডে ২, এবং পুদুচেরিতে ১, ঝাড়খন্ডে ৩৯, অন্ধ্রপ্রদেশ ৩৫ ও তেলেঙ্গানায় ৩৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। কোভিড যোদ্ধাদের এই মৃত্যুর হার আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ মানুষের।
A total of 646 doctors died in the second wave of COVID-19: Indian Medical Association pic.twitter.com/RF5Yw355zw
— ANI (@ANI) June 5, 2021
আরও পড়ুনঃ বিহার উত্তরপ্রদেশের ঘটনার পুনরাবৃত্তি! মালদহে গঙ্গাতীরে ভেসে এল মৃতদেহ
উল্লেখ্য, আইএমএ প্রকাশিত তালিকা অনুসারে সবথেকে বেশি মৃত্যু হয়েছে দিল্লি, বিহার, ও উত্তরপ্রদেশে। দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও আবারও চোখ রাঙাচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান পেরিয়েছে ৩ হাজারের গণ্ডি, পরিস্থিতি এখনও ভয়াবহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584